asi
নয়াদিল্লি: জ্ঞানব্যাপী মসজিদের নীচে ছিল হিন্দু মন্দির৷ জ্ঞানব্যাপী নিয়ে বড়সড় তথ্য দিল আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া বা ভারতীয় পুরাতত্ব সর্বেক্ষণ (ASI)৷ তাদের সমীক্ষার উপর ভিত্তি করে আদালতে মন্দিরের কথা উল্লেখ করলেন হিন্দু পক্ষের আইনজীবী৷ উত্তর প্রদেশের বারাণসী শহরে অবস্থিত জ্ঞানব্যাপী মসজিদে সপ্তদশ শতাব্দীর হিন্দু মন্দিরের অস্তিত্ব রয়েছে, দাবি তুলেই আদালতে মামলা দায়ের করা হয়েছিল৷ সেই মামলার উপর ভিত্তি করেই নৃতত্ত্ব সমীক্ষার নির্দেশ দেয় আদালত। ২০২৩ সালে শুরু হয় বৈজ্ঞানিক সমীক্ষা৷ বৃহস্পতিবার সেই রিপোর্টই পেশ করা হয়৷
বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন জানান, এএসআইয়ের রিপোর্ট অনুযায়ী, জ্ঞানব্যাপী মসজিদের নিচে হিন্দু মন্দিরের কাঠামো ছিল। সমীক্ষার সময় গ্রাউন্ড পেনিট্রেটিং রাডারে যে তথ্য ধরা পড়েছে তাতে, মসজিদটি গড়ে উঠেছে মন্দিরের কাঠামোর উপরে৷ গত ১৮ ডিসেম্বর বারাণসী জেলা আদালতে মুখবন্ধ খামে জ্ঞানবাপী মসজিদের যে সমীক্ষা রিপোর্ট জমা দেওয়া হয়েছে, তা দুই পক্ষকে দেওয়া হবে বলেই জানানো হয়েছে৷