Aajbikel

‘ক্ষুব্ধ’ স্বয়ং মোদী! নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রীর কুর্সিতে বৈষ্ণব?

 | 
বৈষ্ণব

নয়াদিল্লি: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন৷ দেখতে গেলে ’২৪-এর নির্বাচনী লড়াইয়ে আর মাত্র ১০ মাস বাকি। এই পরিস্থিতিতে কি কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল করা হবে? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল বেশ কিছুদিন ধরে। রদবদলের জল্পনার মাঝেই হঠাৎ করে দিল্লির দরবারে চর্চার কেন্দ্রে অর্থমন্ত্রী পরিবর্তন! নর্থ ব্লকের ইতি উতি গুঞ্জন, খুব শীঘ্রই নাকি কুর্সি থেকে সরবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ তাঁকে সরিয়ে অর্থমন্ত্রকের মাথায় বসতে চলেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কারণ, নির্মলার উপর ক্ষুব্ধ স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই কারণেই ভোটের আগে ঘটে যেতে পারে মেগা রদবদল। নেপথ্য কারণ কি? তবে কি ধুঁকতে থাকা অর্থনীতি নিয়ে ধিক ধিক করে যে ক্ষোভের আগুন জ্বলছে, সেই আঁচ থেকে নিজেদের রক্ষা? নাকি কর্ণাটকে গেরুয়া শিবিরের ভরাডুবি থেকে নজর ঘোরানোর প্রয়াস? সঠিক উত্তরটা এখনও অজানা৷ 

কোভিড কালে প্রায় আইসিইউ-তে ঢুকে গিয়েছিল দেশের অর্থনীতি৷ তার পর ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি ঘটে৷ কিন্তু সোজা হয়ে দাঁড়াতে পারেনি৷ বরং লাগাতার মূল্যবৃদ্ধি, বেকারত্ব, শিল্পের বেহাল দশা- দেশের অগ্রগতির চিত্রকে ম্লান করেছে৷ এই প্রথম মূল্যবৃদ্ধির হার কমার ইঙ্গিত মিললেও, গত দেড় বছর ধরে ভারতে যে মন্দা পরিস্থিতি তৈরি হয়েছে তা থেকে নিষ্কৃতির কোনও দিশা পাওয়া যাচ্ছে না। তার উপর মঙ্গলবার প্রকাশিত রিপোর্টে থেকে জানা যাচ্ছে, নয়া অর্থবর্ষের শুরুতেই বড়সড় ধাক্কা খেয়েছে দেশের রফতানি। এই পরিস্থিতিতে উন্নয়নের তরবারি ভোঁতা করে সব হিসেব নিকেষ উল্টে দিয়েছে কর্ণাটক। দেখা যাচ্ছে, দক্ষিণী এই রাজ্যে গরিব ও মধ্যবিত্তের ভোট বিপুলভাবে গিয়েছে কংগ্রেসের ঝুলিতে। মহিলা ও যুব ভোটও বিজেপির থেকে মুখ ঘুরিয়েছে। দক্ষিণের সমীকরণ যখন ওলট-পালট, তখন শিয়রে রাজস্থান ভোট৷  সে রাজ্যে সম্ভবত গেরুয়া শিবিরের প্রধান বাজি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

এই মুহূর্তে বৈষ্ণবকে অর্থমন্ত্রী করার মধ্যে দিয়ে নজর ঘোরানোর জোরাল বার্তা দেশকে দিতে চাইছে বিজেপি। বোঝাতে চাইছে, আইআইটি কানপুরের প্রাক্তনী এবং হোয়ার্টন ইউনিভার্সিটি থেকে এমবিএ করা এক ঝকঝকে ব্যক্তিকে অর্থমন্ত্রকে এনে নতুন পথচলার শুরু করতে চলেছে মোদী সরকার। একই সঙ্গে একটা নিখুঁত বার্তা যাচ্ছে রাজস্থানের ভোটারদের কাছেও৷ কারণ বৈষ্ণব অর্থমন্ত্রী হলে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পর সবথেকে গুরুত্বপূর্ণ পদে বসবেন তাঁদেরই ভূমিপুত্র। যিনি কিনা কেন্দ্রীয় সরকারের প্রথম চারের অন্যতম। এতদিন ধরে নির্মলা সীতারামনের কাছেই রয়েছে এই স্টেটাস৷ তা সত্ত্বেও কর্ণাটকে তিনি বিজেপির জন্য বিশেষ কিছু করতে পারেননি। তাৎপর্যপূর্ণ ভাবে নির্মলা নিজেও কর্ণাটকের ভোটার। সেখানেই তাঁর বাসভবন। 

এদিকে,  মরুরাজ্য রাজস্থানে চলছে  শচীন পাইলট বনাম অশোক গেহলটের ঠাণ্ডা যুদ্ধ। সেই সুযোগকে কাজে লাগিয়ে গদি দখলে মরিয়া মোদী। তবে একটা প্রশ্ন উঠছে, রাজস্থানে বিজেপি জিতলে মুখ্যমন্ত্রী হবেন কে? বৈষ্ণবকে যদি অর্থমন্ত্রী করা হয়, সেক্ষেত্রে বসুন্ধরাকে টেক্কা দিয়ে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর দৌড়ে এগিয়ে থাকবেন তিনিই৷

Around The Web

Trending News

You May like