প্রকাশ্যে এসেন ‘নিখোঁজ’ চিদাম্বরম, কাঠগড়ায় তুললেন কেন্দ্রকে

নয়াদিল্লি: ২৭ ঘণ্টা আত্মগোপন করে থাকার পর অবশেষে কংগ্রেসের সদর দপ্তরে হাজির হলেন পি চিদাম্বরম৷ কংগ্রেসের দপ্তরে পৌঁছলেন করলেন সাংবাদিক বৈঠক৷ সাংবাদিক বৈঠক করে কেন্দ্রকে বিঁধলেন পি চিদাম্বরম৷ এদিন সাংবাদিক বৈঠক করে পি চিদম্বরমের মন্তব্য, ‘‘আমি কোন দোষ করিনি৷ এই মামলায় অভিযুক্ত নই৷ আমি মামলায় সহযোগিতা করেছি৷ কিন্তু আমাকে ডেকে পাঠিয়েছে সিবিআই, ইডি৷ বারংবার আমি

1de722bb686c7d2e6b56e13fb2746991

প্রকাশ্যে এসেন ‘নিখোঁজ’ চিদাম্বরম, কাঠগড়ায় তুললেন কেন্দ্রকে

নয়াদিল্লি: ২৭ ঘণ্টা আত্মগোপন করে থাকার পর অবশেষে কংগ্রেসের সদর দপ্তরে হাজির হলেন পি চিদাম্বরম৷ কংগ্রেসের দপ্তরে পৌঁছলেন করলেন সাংবাদিক বৈঠক৷ সাংবাদিক বৈঠক করে কেন্দ্রকে বিঁধলেন পি চিদাম্বরম৷

এদিন সাংবাদিক বৈঠক করে পি চিদম্বরমের মন্তব্য, ‘‘আমি কোন দোষ করিনি৷ এই মামলায় অভিযুক্ত নই৷ আমি মামলায় সহযোগিতা করেছি৷ কিন্তু আমাকে ডেকে পাঠিয়েছে সিবিআই, ইডি৷ বারংবার আমি তাদের সহযোগিতা করেছি৷ কিন্তু তার পরেও আমাকে গ্রেপ্তার করতে উঠে পড়ে লেগেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? এর পেছনে কেন্দ্রের মত আছে বলে আমার মনে হচ্ছে৷’’

আইএনএক্সস মামলায় তাঁকে কীভাবে জড়ানো হয়েছে এবং তিনি কীভাবে আইনি সহযোগিতা পেয়েছেন, তাও জানান তিনি৷ বলেন, ‘‘ আমি দীর্ঘ ১৮ মাস গ্রেপ্তারি রক্ষাকবচ পেয়েছিলাম৷ এখন হঠাৎ দেখছি সেই রক্ষাকবচ ফিরিয়ে নেওয়া হয়েছে৷ আমার মনে হয়, এর পিছনে বড়সড় কোন চক্রান্ত আছে৷ আমার বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে৷ গত ২৪ ঘণ্টা ধরে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে৷ সুপ্রিম কোর্ট আমাকে নিরাপত্তার দিক আমি নিরাপত্তাহীনতায় ভুগছি৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *