বাংলায় শক্তি বাড়িয়ে ব্রিগেডে সভার প্রস্তুতি আসাদউদ্দিনের!

কলকাতা: ২০২১-এর আগেই এরাজ্যে আর এক বিরোধী দল হিসেবে নিজেদের জায়গা পাকা করা লক্ষ্যে হায়দ্রাবাদের সংসদ আসাদউদ্দিন ওয়েইসির দল অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমিন৷ সূত্রে খবর, বছরের শুরুতেই অর্থাৎ, জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে ব্রিগেডে সভা করার প্রস্তুতি শুরু হয়ে গেছে৷ সেনা বাহিনীর কাছে ইতিমধ্যেই অনুমতির জন্য আবেদন জানানো হয়েছে৷ কমপক্ষে ১০ লক্ষের মানুষের জমায়েত করার চেষ্টা

বাংলায় শক্তি বাড়িয়ে ব্রিগেডে সভার প্রস্তুতি আসাদউদ্দিনের!

কলকাতা: ২০২১-এর আগেই এরাজ্যে আর এক বিরোধী দল হিসেবে নিজেদের জায়গা পাকা করা লক্ষ্যে হায়দ্রাবাদের সংসদ আসাদউদ্দিন ওয়েইসির দল অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমিন৷

সূত্রে খবর, বছরের শুরুতেই অর্থাৎ, জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে ব্রিগেডে সভা করার প্রস্তুতি শুরু হয়ে গেছে৷ সেনা বাহিনীর কাছে ইতিমধ্যেই অনুমতির জন্য আবেদন জানানো হয়েছে৷ কমপক্ষে ১০ লক্ষের মানুষের জমায়েত করার চেষ্টা চলছে৷ সেই লক্ষ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় ছোট ছোট আকারে সভাও করছে তারা৷ কিছুদিন আগেই রাজ্যে এআইএমআইএম-এর ভারপ্রাপ্ত জামিরুল হাসান এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এর ইঙ্গিত দিয়েছেন৷

জানিয়েছেন আগামী বিধানসভা নির্বাচনে এরাজ্যে তাদের দল ক্ষমতায় এলে দলিত মুখ্যমন্ত্রী পাবে রাজ্য৷ অর্থাৎ শুধু সংখ্যালঘু নয় তৃণমূল, বিজেপির জাতি-ধর্ম পক্ষপাতের তকমা এড়াতে রাজ্যের পিছিয়ে পড়া সম্প্রদায়গুলিকে নিয়েও ঘুঁটি সাজাচ্ছে দল৷ তার সঙ্গে হাতিয়ার করা হচ্ছে অনগ্রসর সম্প্রদায়গুলির সঙ্গে কেন্দ্র-রাজ্যের বঞ্চনার লম্বা লিস্ট৷

লোকসভা নির্বাচনের পর থেকেই এনআরসি ও নাগরিক সংশোধনী বিলকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে৷ মন্ত্রিসভায় সম্মতি প্রাপ্ত নাগরিক সংশোধনী বিলে সংখ্যালঘুদের কোন উল্লেখ নেই৷ ফলে আরো বেড়েছে অনিশ্চয়তা৷

এখন এই বিষয়টিকে হাতিয়ার করে আতঙ্কিত মানুষের পাশে দাঁড়িয়ে, বাংলায় তাদের ভিত আরও মজবুত করতে চাইছে সংগঠন৷ ক্রিকেট জনসভার মঞ্চ থেকেই দলের সভাপতির নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জামিরুল হাসান৷ ইতিমধ্যেই ভাই আকবরউদ্দিন ওয়াইসিকে নিয়ে জেলায় জেলায় সভা করার পরিকল্পনাও নিয়েছেন আসাউদ্দিন ওয়াইসি৷

মহারাষ্ট্র ও হরিয়ানা বিধানসভা ভোটের সময়ই উপনির্বাচন হয়েছিল বিহারের কিষাণগঞ্জ বিধানসভায়৷ সেখানে অভাবনীয়ভাবে জয় পেয়েছিল ওয়াইসির দল৷ এবার লক্ষ্য পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − eleven =