ওঁরা যতই লড়ুক, আমরা ৪২-এ ৪২ পাবো: মমতা

নয়াদিল্লি: ব্রিগেডের পর এবার দিল্লির যন্তরমন্তরে ধর্না মঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন মোদিকে আক্রমণ করে মমতা বলেন, ‘‘এত খারাপ সরকার আমি আগে কখনও দেখেনি৷ এই সরকার এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছে৷ ততই ভয় দেখাক, আমি ভয় পাই না৷ কারণ, ওরা আর ২০ দিন আছে৷ আর ২০ দিন ভয় দেখাবে৷ তারপর কী হবে?’’

ওঁরা যতই লড়ুক, আমরা ৪২-এ ৪২ পাবো: মমতা

নয়াদিল্লি: ব্রিগেডের পর এবার দিল্লির যন্তরমন্তরে ধর্না মঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন মোদিকে আক্রমণ করে মমতা বলেন, ‘‘এত খারাপ সরকার আমি আগে কখনও দেখেনি৷ এই সরকার এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছে৷ ততই ভয় দেখাক, আমি ভয় পাই না৷ কারণ, ওরা আর ২০ দিন আছে৷ আর ২০ দিন ভয় দেখাবে৷ তারপর কী হবে?’’

এদিন রাজ্যের পরিস্থিতি তুলে ধরেন মমতা৷ বলেন, ‘‘আমাদের রাজ্যে সিপিএম, বিজেপি, কংগ্রেস এক সঙ্গে লড়াই করে৷ কিন্তু, ওঁরা যতই লড়াই করুক, আমরা ৪২-এ ৪২ পাবো৷ কারণ, আমরা ওঁদের সঙ্গে লড়াই করার অভ্যাস হয়ে গিয়েছে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 7 =