‘মন্নতে’ আরিয়ান, এখনও জেলেই ঠাঁই মা-বাবা হারানো ‘বান্ধবী’ মুনমুন!

‘মন্নতে’ আরিয়ান, এখনও জেলেই ঠাঁই মা-বাবা হারানো ‘বান্ধবী’ মুনমুন!

 

মুম্বই: বাবার মৃত্যু হয়েছে গত কয়েক বছর আগে৷ গত বছর মাকেও হারান৷ মা-বাবাকে হারানো বলিউডের উঠতি মডেল মুনমুন ধমেচা মাদককাণ্ডে জামিন পেলেও জামিনদারের অভাবে জেল মুক্তি হল তাঁর৷

মাদকমামলায় শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে তাঁরও জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট৷ কিন্তু, জামিন মিললেও জামিনদার না থাকায় রবিবারও জেল-মুক্তি হয়নি আরিয়ানের বান্ধবীর৷ মুনমুনের পরিবার সূত্রে খবর,  আরিয়ানের বান্ধবীর কাছের বলতে তাঁর একমাত্র দাদা আছেন৷ তিনিও কর্মসূত্রে থাকেন রাজধানীতে৷ মাদক মামলায় বোনের নাম জড়িয়ে যাওয়া দাদাও আসতে চাইছেন না জামিনদার হিসাবে৷ মুনমুনকে জেলমুক্ত করতে গেলে জামিনদার হতে হবে তাঁরা পরিচিত কাউকে৷ কিন্তু, মুনমুনের জামিনদার হতে গিয়ে এনসিবির রোষের মুখে পড়তে হবে না তো? পরিচিতদের মধ্যেও থাকছে নানান আশঙ্কা৷ ফলে,  কেউ তাঁর পাশে এসে দাঁড়াননি৷ আর এই পরিস্থিতিতে মুনমুনের জামিনের ব্যবস্থা করা যায় কি না, তা নিয়ে আদালতে যেতে পারেন আরিয়ানের বান্ধবীর আইনজীবীরা৷

মুনমুন আদতে মধ্যপ্রদেশের বাসিন্দা৷ এখন  মুম্বইয়ে থাকেন৷ গত ২ অক্টোবর মাদককাণ্ডে আটক করে এনসিবি৷ ধৃতদের জামিন নিয়ে নানান টালবাহানার পর শনিবার ‘মন্নত’-এ ফিরে গিয়েছেন আরিয়ান৷ আরিয়ান বাড়ি ফিরে গেলেও বন্ধু মুনমুনের ঠাঁই এখনও সেই জেলেই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 20 =