তিরুবন্তপুরম: সবকিছু ঠিকঠাক থাকলে ইতিহাস সৃষ্টি করবে কেরল। শুধু কেরল বললে হয়তো ভুল হবে, ইতিহাসে চলে যাবে ভারত। কারণ দেশ পাবে সর্বকনিষ্ঠ মেয়র। এমনটাই হতে চলেছে তিরুবনন্তপুরমে। মেয়র হওয়ার দোরগোড়ায় ২১ বছরের কলেজ ছাত্রী আর্যা রাজেন্দ্রন। যদি তিনি মেয়র হন, তাহলে দেশের জন্য এটি একটি অনন্য রেকর্ড। কারণ এত কম বয়সে কেউ এখনো পর্যন্ত এই দেশে মেয়র পদে নিযুক্ত হননি।
তিরুবনন্তপুরমের অল সেইন্টস’ কলেজের অঙ্ক অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্রী আর্যা। সদ্য সমাপ্ত নির্বাচন ও কেরলের মুদাভাঙ্গমুগাল ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তিনি। আর্যাই তার দলের সর্বকনিষ্ঠ প্রার্থী ছিলেন। এই জয়ের পর তিরুবনন্তপুরম জেলা সেক্রেটারিয়েটের পক্ষ থেকে মেয়র পদের জন্য তাঁর নাম পাঠানো হয়। রাজ্য কমিটি এই প্রস্তাব গ্রহণ করেছে। মূলত সিপিএমের ছাত্রসংগঠন এসএফআইয়ের মাধ্যমেই রাজনীতিতে নেমে ছিলেন ছাত্রী। এখন তাকেই গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত করতে চলেছে দল। এই প্রসঙ্গে আর্যা জানিয়েছেন, দলের আদর্শ মেনে প্রশাসনিক কাজ পরিচালনা করবেন তিনি। একইসঙ্গে বোর্ডের আরো যারা অভিজ্ঞতাসম্পন্ন সদস্যরা রয়েছেন তাদের কাছ থেকে প্রত্যেক মুহূর্তে কাজ শিখতে চান।
মুরাভানমুগলে পুরনিগম নির্বাচনে সিপিএম –এর টিকিটে দাঁড়িয়েছিলেন আরিয়া। ইউডিএফ প্রার্থী শ্রীকলাকে ২৮৭২ ভোটে হারিয়ে কাউন্সিলর হয়েছেন তিনি। প্রাথমিক পর্যায়ে, জামিলা শ্রীধরনকে প্রথমে মেয়র হিসেবে নিয়োগের চিন্তাভাবনা করেছিল সিপিএম নেতৃত্বাধীন এলডিএফ। কিন্তু দলের সদস্যরা তরুণ প্রজন্মের কাউকে এই পদে নিয়োগ করার দাবি তোলেন। তার পরই আর্যার নাম উঠে আসে।