Aajbikel

মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে সমন ইডি-র! আবগারি দুর্নীতিতে ফাঁপড়ে আপ

 | 
কেজরিওয়াল

নয়াদিল্লি: আবগারি দুর্নীতি মামলায় এবার দিল্লির মুখ‌্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সমন পাঠাব এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী ২ নভেম্বর, বৃহস্পতিবার তাঁকে ইডি-র নয়াদিল্লির দফতরে আসার জন্য বলা হয়েছে। গত বছর অগাস্ট মাসে আবগারি মামলার প্রথম এফআইআর দায়ের করা হয়৷ তাতে কেজরির নাম না থাকলেও, চার্জশিটে মুখ্যমন্ত্রীর নাম রয়েছে বলেই সূত্রের খবর।

গত এপ্রিল মাসে কেজরিওয়ালকে একবার তলব করেছিল সিবিআই৷ সেই সময় দীর্ঘ ন’ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় দিল্লির মুখ্যমন্ত্রীকে। এবার তাঁকে তলব করল ইডি৷ বিজেপি’র দাবি, অরবিন্দ কেজরিওয়াল দুর্নীতির ‘কিং পিন’৷ তাঁকে গ্রেফতার করা উচিত৷ এমনকী অনেক অভিযুক্তের সঙ্গেই তাঁর যোগ ছিল বলেও অভিযোগ রয়েছে৷ 

বর্তমানে জেলবন্দি দিল্লি সরকারের উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। সোমবার তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট৷ আদালতের নির্দেশ, আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে তদন্ত প্রক্রিয়া শেষ করতে হবে। দিল্লিতে ৩৩৮ কোটি টাকার দুর্নীতির যে অভিযোগ উঠেছে, তাতে মণীশ সিসোদিয়ার যোগ আংশিক যোগ ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। 

Around The Web

Trending News

You May like