নয়াদিল্লি: ভারতে করোনায় সব থেকে বেশি আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে। কিন্তু লোকসংখ্যা প্রতি দেখতে গেলে, দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি। এই দিল্লিতে করোনা রোগীদের চিকিৎসার জন্য একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। সঙ্কটজনক করোনা রোগী প্লাজমা থেরাপিতে অনেক ক্ষেত্রে সুস্থ হয়ে উঠছেন। সেই কারণে অরবিন্দ কেজরিওয়াল সঙ্কট সময়ে যাতে উপযুক্ত প্লাজমা খুঁজতে না হয়, প্লাজমা ব্যাঙ্ক তৈরি করেছেন।
প্লাজমা ব্যাঙ্ক তো অরবিন্দ কেজরিওয়াল তৈরি করেছেন। কিন্তু সমস্যা দেখা দিয়েছে অন্য জায়গায়। করোনা থেকে সুস্থ হয়ে যাওযার পরও কেউ প্লাজমা দিতে চাইছেন না। মনে করছেন, প্লাজমা দিতে হাসপাতালে গেলে আবার করোনা হয়ে যাবে। কিন্তু এই ধারণা যে ভুয়ো, তা বোঝাতে নতুন করে প্রচারে নামলেন দিল্লির মুখ্যমন্ত্রী। দু’জন প্লাজমা ডোনারের সঙ্গে তিনি কথা বলেন। তাঁদের সঙ্গে কথায় কথায় জিজ্ঞাসা করেন, প্লাজমা দিতে কোনও অসুবিধা তৈরি হয়নি তো। কিংবা হাসপাতাল নিয়ে কোনও সমস্যা হয়েছে কি না। অথবা কখনও মনে হয়নি তো করোনা হাসপাতালে গেলে আবার হয়ে যেতে পারে। তবে তিনি নিশ্চিত করে দিয়েছেন, কোনও কোভিড হাসপাতালে প্লাজমা নেওয়া হচ্ছে না।
When I hear stories of plasma donors, I feel very proud of my fellow Delhiites. So I decided to call and congratulate some donors. Do listen in to my conversation with plasma donors Srishti and Bhumika. pic.twitter.com/0PCd4Hr3XF
— Arvind Kejriwal (@ArvindKejriwal) July 10, 2020
Loading tweet…