নয়াদিল্লি: করোনা আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব৷ প্রভাব পড়েছে ভারতেও৷ পিছিয়ে নেই বাংলা৷ দুর্বার গতিতে ছড়িয়ে পড়ছে করোনা৷ আর এই করোনা রুখতে এবার আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর থেকে শুরু করে শিল্পপতিরাও৷ অন্যদিকে, করোনা পরিস্থিতি মোকাবিলায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিশেষজ্ঞ কমিটি করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট৷
গোটা বিশ্বজুড়ে করোনা অর্থনীতিতে গভীর ভাবে প্রভাব ফেলতে শুরু করেছে৷ করোনার জেরে গোটা বিশ্বের বর্তমান সম্পদ মূল্য একধাক্কায় ৪০ শতাংশ কমে যেতে পারে বলে আশাঙ্কা প্রকাশ করছেন অর্থনীতির বিশেষজ্ঞরা৷ বিশ্ব মন্দার প্রভাব আগেই ভারতের গতিকে বাঁধা দিয়েছে৷ এবার করোনা পরিস্থিতির জেরে দেশের অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে কুলকিনারা খুঁজে পাচ্ছেন না অর্থনীতির বিশেষজ্ঞরা৷ পরিস্থিতির গুরুত্ববুঝে এবার করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর থেকে শুরু করে শিল্পপতিরা৷
কিংবদন্তি সংগীত শিল্পী লতা মঙ্গেশকর করনা মোকাবেলায় এবার ২৫ লক্ষ টাকা দান করছেন৷ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলেন সংগীতশিল্পী৷ ১৫০ কোটি টাকা সহযোগিতা করছে নির্মাণ সংস্থা এলএনটি৷ তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিস ১০০ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে৷ মন্দার মধ্যেও ১০০ কোটি সহযোগিতা কপছে এয়ারটেল৷ ইতিমধ্যেই ১৫০০ কোটি টাকা দান করার প্রতিশ্রুতি দিয়েছেন রতন টাটা৷