জম্মু ও কাশ্মীরকে দেওয়া বিশেষ মর্যাদা ৩৭০ ধারা তুলে দেওয়ার প্রতিবাদে এবার রাজপথে বামফ্রন্ট৷ সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, কেন্দ্রীয় কমিটির সদস্য মহম্মদ সেলিমরা কলকাতার রাজপথে নামেন৷
ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, ৩৭০ ধারা তুলে নেওয়াটা একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত। বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ফলে আগামী দিনে দেশ অশান্ত হয়ে উঠবে। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত দেশে সম্প্রীতি নষ্ট হবে বলে জানান বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
তাঁর অভিযোগ, দেশে উগ্র হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। আর কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সারা দেশজুড়ে বামেরা আন্দোলন করবে বলে জানান বিমান বসু। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মহম্মদ সেলিম বলেন, বামেরা নিজেদের শক্তি মতো সংসদের ভিতর ও বাইরে আন্দোলন করবে। সোমবার সল্প শক্তি দিয়ে সংসদে বিজেপির বিরোধীতা করেছে। কিন্তুু এবার সংসদের বাইরে বিজেপির বিরুদ্ধে মানুষ রাস্তায় নামবেন বলে জানান সেলিম।