শ্বশুরবাড়িতে পা রেখেই প্রকাশ্যে বরকে সপাটে চড় নববধূবর!

শ্বশুরবাড়িতে পা রেখেই প্রকাশ্যে বরকে সপাটে চড় নববধূবর!

জৌনপুর: সদ্য বিয়ে করে শ্বশুর বাড়িতে পা দিয়েই বিপত্তি ঘটালেন নববধূ৷ শ্বশুর বাড়িতে পৌঁছে সদ্য বিয়ে হওয়া স্বামীর গালে সপাটে একটা চড় কষিয়ে দিলেন৷ এখানেই শেষ নয়, তিনি তাঁর বিয়ের লেহেঙ্গা ছেড়ে সাধারণ জামাকাপড় পরে বাপের বাড়ি ফিরে এলেন৷ রবিবার উত্তরপ্রদেশের জৌনপুর জেলার খুতাহান ব্লকের লওয়ান গ্রামে ঘটনাটি ঘটেছে৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্ত্রীকে নিয়ে বরের গাড়ি নিজের বাড়িতে সামনে আসতেই নববধূ তাঁর স্বামীকে সপাটে একটি চড় মারেন৷ এরপর শ্বশুরবাড়িতে ঢুকে পোশাক পরিবর্তন করে, সাধারণ পোশাক পরে সটান বাপের বাড়িতে ফিরে আসেন৷ সেসময় নববধূ স্বাগত জানানোর জন্য বাড়ির দরজায় প্রস্তুত ছিলেন শ্বশুরবাড়ির আত্মীয় পরিজন৷ ঘটনায় পাত্রের পরিবারের সকলেই স্বম্ভিত হয়ে যান। আত্মীয়স্বজনরাও চরম অস্বস্তিতে পড়েন। কয়েক মুহূর্তে ঘটনার খবর গোটা গ্রামে ছড়িয়ে পড়ে এবং গ্রামের মানুষ ভিড় করতে থাকেন খুটথান এলাকার লওয়ান গ্রামের ওই বাড়িতে। খবর যায় থানায়৷ পুলিশকে বিষয়টিতে হস্তক্ষেপ করতে হয়৷

বর-কনে দু’জনের সঙ্গেই কথা বলে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেন তাঁরা। যদিও কোনও লাভ হয়নি। প্রাথমিক তদন্তের পর জানা যায়, ওই তরুণীর বিয়ের আগে থেকেই অন্য এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে। এজন্যই তিনি সদ্য বিয়ে করা স্বামীকে চড় মারেন৷ জানা গিয়েছে, বিয়ের দিন পাত্রপক্ষকে খুব ভালো করেই স্বাগত জানানো হয় নববধূর বাড়িতে৷ খুব উত্তেজনার সঙ্গেই বিয়ের অনুষ্ঠান পর্ব মেটে৷ নববধূ বিয়ের পর বিদায়ের সময়ও কিছু বলেননি৷ এরপর তিনি শ্বশুরবাড়িতে পৌঁছেই এহেন কাণ্ড ঘটান৷ তাও আবার সেসময় ছেলেটির নব্য বিবাহিত বোনের স্বামীও উপস্থিত ছিলেন৷ দু’পক্ষের বাড়ি থেকেই কথা বলে বিষয়টি মেটানোর চেষ্টা চলে৷ কিন্তু তাঁরা বিফল হন৷ এরপরই পুলিশ আসে৷ পুলিশ বিষয়টি মেটাতে ব্যর্থ হয়৷ জৌনপুর এলাকায় এই ধরনের ঘটনা প্রথম নয়৷ দিন দশেক আগেও জৌনপুরে এমন এক ঘটনা ঘটে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × four =