অর্ণব গোস্বামীর উপর হামলা, সোনিয়াকে কুরুচিকর মন্তব্যে FIR

অর্ণব গোস্বামীর উপর হামলা, সোনিয়াকে কুরুচিকর মন্তব্যে FIR

মুম্বই: পালঘর সাধু হত্যাকাণ্ডে লাইভ শোতে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার পরই আক্রান্ত রিপাবলিক টিভি’র প্রতিষ্ঠাতা তথা প্রধান সম্পাদক অর্ণব গোস্বামী৷ বুধবার রাতে স্ত্রীকে নিয়ে স্টুডিও থেকে গাড়ি করে ফেরার সময় তাঁদের উপর হামলা চালায় দুই যুবক৷ তারা যুব কংগ্রেসের সদস্য বলে অভিযোগ অর্ণবের৷

বুধবার অর্ণব গোস্বামীর লাইভ শো-কে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত৷ ওই শোয়ে সোনিয়া গান্ধীর বিরুদ্ধে অর্ণব উস্কানিমূলক মন্তব্য করেন বলে দাবি তুলেছে কংগ্রেস৷ প্রসঙ্গত, ওই শোয়ে সোনিয়া গান্ধীকে বিঁধে অর্ণব বলেন, ‘‘ইতালির কর্তাদের নির্দেশে ভারতে পরিকল্পিতভাবে হিন্দুদের উপর হামলা করানো হচ্ছে৷ ইটালিতে নিজের ‘কর্তা’দের খুশি করার জন্য পালঘরের ঘটনায় নীরব সোনিয়া গান্ধী।’’ এমনকী সোনিয়া গান্ধীকে ‘ভীরু’ বলেও মন্তব্য করেন তিনি৷ অর্ণবের শো-এর সেই ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তাঁর বিরুদ্ধে একযোগে আসরে নামেন কংগ্রেস নেতারা। সোনিয়া গান্ধীকে নিয়ে অপমানজনক মন্তব্য এবং সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেফতার করার দাবিও জানায় কংগ্রেস নেতৃত্ব৷ দায়ের হয়েছে মামলা৷

জানা গিয়েছে, এদিন রাতের শো শেষ হওয়ার পর নিজের টয়োটা গাড়ি করে স্ত্রীর সঙ্গে বাড়ি ফিরছেলন তিনি। বাড়ি থেকে মাত্র ৫০০ মিটার দূরে তাঁদের উপর আক্রমণ চালানো হয়। এই ঘটনার পরই একটি ভিডিও শেয়ার করে অর্ণব জানান, রাত ১২টা বেজে ১৫ মিনিট নাগাদ মুখোশপরা দুই দুষ্কৃতী বাইক নিয়ে তাঁদের গাড়ির উপর হামলা চালায়৷ ক্রমাগত লাঠি দিয়ে গাড়ির উপর আঘাত করা হয়৷ গাড়ির কাঁচ ভাঙারও চেষ্টা করে তারা৷ গাড়ির উপর এক ধরনের তরল পদার্থও ছোঁড়ে দুষ্কৃতীরা৷

তবে বাইকে আসা দুই দুষ্কৃতী পালাতে পারেনি। অর্ণবের নিরাপত্তাকর্মীরা তাদের ধরে ফেলে৷ রাতেই থানায় অভিযোগ দায়ের করেন তিনি৷ তাঁর অভিযোগ, উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশেই তাঁর উপর এই আক্রমণ চালানো হয়েছে৷ এই ঘটনার পিছনে রয়েছে সোনিয়া গান্ধীর মস্তিষ্ক৷ দেশের অন্যতম নামজাদা সাংবাদিকের উপর এই হামলার তীব্র নিন্দা করেছেন বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × three =