CRPF কনভয়ে হামলার জবাবে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ অভিযান চালাবে সেনা?

শ্রীনগর: জম্মু-কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপুরায় কনভয়ে হামলায় শহিদ হলেন ১৮ জন সিআরপিএফ জওয়ান৷ আহত হলেন ৪০ জনের বেশি৷ আহতদের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে৷ তাঁদের শ্রীনগরের সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার দায় স্বীকার করেছে জইশ-ই-মহম্মদ৷ স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর, গোরীপোড়ায় জম্মু কাশ্মীর জাতীয় সড়কের ওপর দিয়ে যাচ্ছিল সেনাবাহিনীর কনভয়৷ সেই সময় বিস্ফোরণ ঘটানো

b8f68e3681b464acb7782639dd1482e0

CRPF কনভয়ে হামলার জবাবে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ অভিযান চালাবে সেনা?

শ্রীনগর: জম্মু-কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপুরায় কনভয়ে হামলায় শহিদ হলেন ১৮ জন সিআরপিএফ জওয়ান৷ আহত হলেন ৪০ জনের বেশি৷ আহতদের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে৷ তাঁদের শ্রীনগরের সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার দায় স্বীকার করেছে জইশ-ই-মহম্মদ৷

স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর, গোরীপোড়ায় জম্মু কাশ্মীর জাতীয় সড়কের ওপর দিয়ে যাচ্ছিল সেনাবাহিনীর কনভয়৷ সেই সময় বিস্ফোরণ ঘটানো হয়৷ বিস্ফোরণের ফলে একটি গাড়ি পুড়ে যায়৷ ঘটনার পরেই ট্যুইটে প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা লেখেন, ‘‘উপত্যকার ভয়াবহ খবর৷ আইডি বিস্ফোরণে বেশ কয়েকজন সিআরপিএফ জওয়ান শহিদ ও আহত হয়েছেন৷  আমি এই ঘটনার তীব্র নিন্দা করছি৷ আহতদের জন্য আমার প্রার্থনা৷ শহিদ জওয়ানদের পরিবারের প্রতি আমাদর সমবেদনা৷’’

২০১৬ সেপ্টেম্বরে উড়ি হামলার পর থেকে এটাই সবচেয়ে বড় হামলা বলে মনে করা হচ্ছে, সেবার আগ্নেয়াস্ত্র নিয়ে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা চালিয়েছিল জঙ্গিরা৷ ফলে শহিদ হন ১৭ জন৷ এবার সেই সংখ্যা ছাড়াল ১৮-য়৷ উড়ির ঘটনার পর পাল্টা আঘাত হেনে সার্জিক্যাল স্ট্রাইক অভিযান চালিয়ে শত্রুপক্ষের শিবির গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা৷ এবারও কী এই ঘটনটা ঘটবে? ক্ষোভে ফুঁসছেন জওয়ানদের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *