উপত্যকায় সেনার সাফল্য, হাতেনাতে গ্রেপ্তার পাক জঙ্গি

আজ বিকেল: দেশজুড়ে চলছে সপ্তদশ লোকসভা নির্বাচনের কর্মকাণ্ড। মোদি সরকারের বিরুদ্ধে মুহুর্মুহু তোপ দাগছে বিরোধীরা। তাদের আলোচনায় বার বার উঠে আসছে পুলওয়ামা কাণ্ড ও পরবর্তী বালাকোটে বায়ুসেনার হামলা। এরমধ্যেই ফের উপত্যকায় নাশকতার ছক কষতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল পাকজঙ্গি। ধৃতের নাম মহম্মদ ওয়াকার। জানা গিয়েছে, গত একবছর ধরে শ্রীনগরেই নিজের ঠিকানা তৈরি করে নিয়েছিল।২০১৭ সালে

উপত্যকায় সেনার সাফল্য, হাতেনাতে গ্রেপ্তার পাক জঙ্গি

আজ বিকেল: দেশজুড়ে চলছে সপ্তদশ লোকসভা নির্বাচনের কর্মকাণ্ড। মোদি সরকারের বিরুদ্ধে মুহুর্মুহু তোপ দাগছে বিরোধীরা। তাদের আলোচনায় বার বার উঠে আসছে পুলওয়ামা কাণ্ড ও পরবর্তী বালাকোটে বায়ুসেনার হামলা। এরমধ্যেই ফের উপত্যকায় নাশকতার ছক কষতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল পাকজঙ্গি। ধৃতের নাম মহম্মদ ওয়াকার।

জানা গিয়েছে, গত একবছর ধরে শ্রীনগরেই নিজের ঠিকানা তৈরি করে নিয়েছিল।২০১৭ সালে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করে সে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মিনাওয়ানির মিয়ানা এলাকার বাসিন্দা সে।পাক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সক্রিয় সদস্য ওয়াকার। লস্করের মাথারা কোথায় তাদের প্রশিক্ষণ দিত আরা কারা সেখানে নিয়মিত তদারকিতে যেত তার খোঁজখবর চলছে। জঙ্গি হিসেবে প্রশিক্ষণ সম্পূর্ণ হলেই ওয়াকারকে পাকিস্তানে পাটিয়ে দেওয়া হয় বলে খবর। কিন্তু কীভাবে সে নিয়ন্ত্রণ রেখা পেরলো তা এখনও স্পষ্ট নয়। শুগু হয়েছে তদন্ত, এর আগে কোনও হামলার সঙ্গে সে জড়িত ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *