নয়াদিল্লি: জয়সলমীর থেকে এক সন্দেহভাজন আইএসআই চরকে গ্রেপ্তার করল নিরাপত্তা বাহিনী। জানা গিয়েছে এই আইএসআই চর পাকিস্তান থেকে ২২ দিনের প্রশিক্ষণ নিয়ে ভারতে ঢুকেছিল। তার ভারতে ঢোকার পেছনে কোনো নাশকতা করার ছক ছিল কিনা তা খতিয়ে দেখছে নিরাপত্তা বাহিনী।
ধৃত ব্যক্তির নাম নবান খান (৩৬) ওরফে নাবিয়া। ভারতীয় সেনাবাহিনীর গোপন তথ্য জোগাড় করে তা পাকিস্তানের হাতে তুলে দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্রের খবর, জয়সলমীরের বাসিন্দা নবাব খান সীমান্ত এলাকায় গিয়ে ভারতের তথ্য পাচার করে দিত পাক রেঞ্জার্সের হাতে। গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় যে হামলা হয়েছিল তাতে তার তথ্য পাচারের হাত ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।