কার্গিল যুদ্ধে লাড়ই করা সেনা কর্মী নাকি ‘বিদেশি’! অবশেষে হাজতবাস

নয়াদিল্লি: সেনাবাহিনীর হয়ে বুক চিতিয়ে লড়াই করেছিলেন৷ কার্গিলের যুদ্ধে গিয়েও শত্রু শিবিরের মুখোমুখি হয়েছেন৷ আজ, সেই সেনা আধিকারিকই কি না বিদেশি! বিদেশি নাগরিক হওয়ার অপরাধে জেল বন্দি৷ তিনি অনারারি লেফটেন্যান্ট ৫২ বছরের মহম্মদ সানাউল্লাহ৷ অসমের বর্ডার পুলিশ তাঁকে বাড়ি থেকে ডেকে গ্রেপ্তার করেছে৷ এই ঘটনায় বিচার চেয়ে গুয়াহাটি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে পরিবার৷ বিদেশি ট্রাইবুনাল সালাউল্লাহকে

0de403dfec6a17d7908db66f2876a478

কার্গিল যুদ্ধে লাড়ই করা সেনা কর্মী নাকি ‘বিদেশি’! অবশেষে হাজতবাস

নয়াদিল্লি: সেনাবাহিনীর হয়ে বুক চিতিয়ে লড়াই করেছিলেন৷ কার্গিলের যুদ্ধে গিয়েও শত্রু শিবিরের মুখোমুখি হয়েছেন৷ আজ, সেই সেনা আধিকারিকই কি না বিদেশি! বিদেশি নাগরিক হওয়ার অপরাধে জেল বন্দি৷ তিনি অনারারি লেফটেন্যান্ট ৫২ বছরের মহম্মদ সানাউল্লাহ৷ অসমের বর্ডার পুলিশ তাঁকে বাড়ি থেকে ডেকে গ্রেপ্তার করেছে৷

এই ঘটনায় বিচার চেয়ে গুয়াহাটি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে পরিবার৷ বিদেশি ট্রাইবুনাল সালাউল্লাহকে বিদেশি বলে ঘোষণা করার বিরোধিতাও করা হয়েছে৷ বোকোয় বিদেশি ট্রাইবুনালের সামনে গতবছর থেকে ৫ বার হাজির হয়েছিলেন সানাউল্লাহ৷ শুধু সানাউল্লাহ নন, এমন আরও ৬ অবসরপ্রাপ্ত সেনাকর্মীকে এধরনের নোটিশ পাঠানো হয়েছে বলে খবর৷

পরিবার সূত্রে খবর, এই দেশে জন্মরে পর ১৯৮৭ সাল ২০ বছর বয়সে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন সানাউল্লাহ৷ অবসরের পর যোগ দেন পুলিশে৷ অভিযোগ, একটি শুনানিতে ভুলবসত সেনাবাহিনীতে যোগ দেওয়ার সাল ১৯৭৮ বলে ফেলেছিলেন৷ সেই ভুলের সূত্রেই বিদেশি বলে চিহ্নিত হন তিনি৷ এবারের লোকসভায় তিনি তাঁর গণতান্ত্রিক অধিকারও প্রয়োগ করেন৷ অসম সরকার জানিয়েছে, রাজ্যে ২,৪৪, ১৪৪ জন সন্দেহজনক ভোটারের মধ্যে ১,২৫,৩৩৩ জনকে ট্রাইবুনালে পাঠানো হয়েছে৷ সেনা কর্মী পরিবারের প্রশ্ন, এটাই কী দেশের হয়ে লড়াই করার পুরস্কার?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *