বিক্ষোভরীদের শায়েস্তা করতে নতুন অস্ত্র আনছে সেনা

শ্রীনগর: একটি বুলেট না চালিয়েও বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া যাবে। নতুন ও অত্যাধুনিক টেকনোলোজি যুক্ত হচ্ছে নিরাপত্তা বাহিনীর অস্ত্রভাণ্ডারে। আচমকা কয়েক সেকেণ্ডের চোখে অন্ধকার দেখবে সমস্ত শত্রুপক্ষ। বিশেষ লেজার টেকনোলজি তৈরি করেছে ‘লেসার সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেন্টার’। অবশ্যই ডিআরডিও-র তত্ত্ববধানে। ১০৬তম সায়েন্স কংগ্রেসের অনুষ্ঠানে ইতিমধ্যেই তার নমুনাও প্রদর্শিত হয়েছে। যদিও অস্ত্রটি আরও তিন বছর আগেই

বিক্ষোভরীদের শায়েস্তা করতে নতুন অস্ত্র আনছে সেনা

শ্রীনগর: একটি বুলেট না চালিয়েও বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া যাবে। নতুন ও অত্যাধুনিক টেকনোলোজি যুক্ত হচ্ছে নিরাপত্তা বাহিনীর অস্ত্রভাণ্ডারে। আচমকা কয়েক সেকেণ্ডের চোখে অন্ধকার দেখবে সমস্ত শত্রুপক্ষ। বিশেষ লেজার টেকনোলজি তৈরি করেছে ‘লেসার সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেন্টার’। অবশ্যই ডিআরডিও-র তত্ত্ববধানে।

১০৬তম সায়েন্স কংগ্রেসের অনুষ্ঠানে ইতিমধ্যেই তার নমুনাও প্রদর্শিত হয়েছে। যদিও অস্ত্রটি আরও তিন বছর আগেই তৈরি হয়েছে। তবে তারপরেও দীর্ঘদিন ধরে নিরাপত্তা জনিত বিভিন্ন খুঁটিনাটি পরীক্ষা করে দেখা হয়েছে। জানা গেছে বুলেট প্রুফ বিশেষ ধরনের গাড়িতে বসানো থাকবে যন্ত্রটি। সেই যন্ত্র থেকে নির্গত শক্তিশালী সবুজ লেজার রশ্মি। তীব্র আলোর ঝলকানিতে মুহূর্তে চোখেমুখে অন্ধকার দেখবে বিক্ষোভকারীরা। কিন্তু চোখের কোনও স্থায়ী ক্ষতি হবে না। নাম দেওয়া হয়েছে ‘ভেহিক্যেল মাউন্টেড লেজার ডেজলার’। এমনটাই জানান ডিআরডিও-র বিজ্ঞানী মনমোহন সিং। সূত্রের খবর, গাড়ি সহ এরকম একটি অস্ত্র তৈরিতে খরচ পড়েবে প্রায় ৯০ লাখ টাকা। দাঙ্গা, পাথর ছোঁড়া, বিক্ষোভের মতো পরিস্থিতিতে গুলি না চালিয়েই বিনা রক্তপাতেই কাজ হাসিল করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 1 =