নয়াদিল্লি: চলছে উত্তেজনা৷ শেষ দফার ভোটে নির্ধারণ করবে, কে থাকবে ক্ষমতার অলিন্দে৷ শেষ দফায় ৫৯টি আসনে ভোট৷ ৮ রাজ্যের মানুষ এদিন নিজেদের মতামত জানাবেন৷ এই ৮ রাজ্যের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, পঞ্জাব, উত্তরপ্রদেশ, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ৷ কিন্তু, প্রশ্ন উঠছে, ৫৯টি কেন্দ্রে কোন কোন আসনে স্বপ্ন দেখছে গেরুয়া বাহিনী?
৫৪৩টি আসনের মধ্যে ইতিমধ্যেই ভোট হয়ে গিয়েছে ৪৮২টি কেন্দ্রে। বাকি আসনগুলির জন্য ভোট হবে আগামী রবিবার। ১৯ মে যে ৫৯টি আসনে ভোট হতে চলেছে এর মধ্যে ৪০টি আসনে ২০১৪ সালে জয়ী হয়েছিল গেরুয়া শিবির। বিহার, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও চণ্ডীগড় এই রাজ্যগুলির মোট ৪০ আসনে জয়ী হয়েছিল গেরুয়া শিবির৷ কিন্তু পশ্চিমবঙ্গের ৯টি আসনের কোনওটিতেই জয় পারেনি বিজেপি৷
সপ্তম দফায় পশ্চিমবঙ্গে যে আসনগুলিতে ভোট হবে, সেই প্রতিটি কেন্দ্রেই জয়ী তৃণমূল। কিন্তু সেই কেন্দ্রগুলিতে এবার নিজেদের দখলে আনতে জোর কদমে প্রচার চালিয়েছে গেরুয়া শিবির। এই কেন্দ্রগুলির মধ্যে রয়েছে ডায়মন্ড হারবার, যাদবপুর, দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতা, দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর। এই কেন্দ্রগুলিতেও নিজেদের আধিপত্য বিস্তারের স্বপ্ন দেখাচ্ছেন মোদি।
এছাড়াও এদিন ৫৯টি কেন্দ্রের মধ্যে ২৪টি কেন্দ্র বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ এই ২৪ কেন্দ্রে বর্তমান সাংসদরাই ক্ষমতা ধরে রাখতে পারবেন কি না তা নিয়ে ধন্ধ রয়েছে। বারাণসী নিয়ে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ দেখে নেওয়া যাক কোন রাজ্যে কটি কেন্দ্র রয়েছে৷ বিহারে ৮টি, হিমাচল প্রদেশে ৪টি, ঝাড়খণ্ডে ৩টি, মধ্যপ্রদেশে ৮, পঞ্জাবে ১৩টি, উত্তরপ্রদেশে ১৩টি৷ পশ্চিমবঙ্গে ৯টি ও চণ্ডীগড়ে ১টি আসনে ভোট৷ এদিন দেশের প্রায় ৬ কোট মানুষ ভোট দেবেন৷ এখন পর্যন্ত সারা দেশে মোট ৬৩.৩ শতাংশ ভোট পড়েছে৷ ভোট দেওয়ার নিরিখে সবচেয়ে এগিয়ে রয়েছে বাংলা৷ হিংসাতে তাই৷