১৬ এপ্রিল থেকে লোকসভা ভোট? কমিশনের ‘নোট’ ঘিরে জল্পনা তুঙ্গে

১৬ এপ্রিল থেকে লোকসভা ভোট? কমিশনের ‘নোট’ ঘিরে জল্পনা তুঙ্গে

কলকাতা: সোমবার অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ যদিও মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিজেপি বিরোধীরা রামমন্দির উদ্বোধনকে লোকসভা ভোটের গিমিক বা রাজনৈতিক চাল বলে দাবি করেছেন৷ দিল্লির মসনদ থেকে বিজেপিকে ঠেকাতে ঘুঁটি সাজাতে শুরু করেছে ইন্ডিয়া জোট৷ এরই মধ্যে লোকসভা ভোটের দিনক্ষণ নিয়ে চড়ছে জল্পনার পারদ৷ সম্প্রতি মুখ্য নির্বাচন কমিশনারের দফতরের একটি ‘নোট’ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে লোকসভা ভোটের সম্ভাব্য তারিখ হিসেবে ১৬ এপ্রিলের কথা উল্লেখ করা হয়েছে। তাহলে কি ওই দিনই ভোট হবে?

মঙ্গলবার সন্ধ্যায় ধোঁয়াশা সরিয়ে জাতীয় নির্বাচন কমিশন একটি প্রেস বিবৃতি জারি করেছে৷ তাতে বলা হয়েছে, আপাতত ১৬ এপ্রিলকে সামনে রাখেই লোকসভা ভোটের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে এটিই চূড়ান্ত দিন নয়। উল্লেখ্য, মঙ্গলবার লোকসভা ভোট নিয়ে সোশ্যাল মিডিয়ায় নির্বাচন কমিশনের সিইও-র একটি চিঠি ভাইরাল হয়েছিল। যেখানে আধিকারিকদের উদ্দেশে লেখা হয়েছে, ‘অস্থায়ী হিসেবে ২০২৪ সালের ১৬ এপ্রিল তারিখটি ধরে নিয়েই লোকসভা ভোটের প্রস্তুতি নিতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *