৩ মাসের বিদ্যুৎ বিলে ছাড় দিতে রাজ্যকে আবেদন কেন্দ্রের

৩ মাসের বিদ্যুৎ বিলে ছাড় দিতে রাজ্যকে আবেদন কেন্দ্রের

53ca51c998625d22f8730988d060fa46

নয়াদিল্লি:  লকডাউনে ঘরবন্দি আমজনতাকে আরও স্বস্তি দিয়ে শনিবার ইলেকট্রিক বিলে ছাড় দেবার কথা ঘোষণা করল কেন্দ্র। দেশ জুড়ে চলা এই লকডাউন পরিস্থিতিতে গ্রাহকরা আগামী তিন মাস সঠিক সময়ে বিদ্যুৎ বিল মেটাতে না পারলে তার জন্যে জরিমানা হিসাবে কোন অতিরিক্ত অর্থ না নেওয়ার আবেদন জানিয়ে কেন্দ্রীয় সরকার রাজ্যকে চিঠি দিয়েছে। বিদ্যুতের বিষয়টি সম্পূর্ন রাজ্যের এক্তিয়ার ভুক্ত হওয়ায় বিলের উপরে অতিরিক্ত মাসুল যেন না নেওয়া হয় এই বিষয়টি গুরূত্ব দিয়ে বিবেচনা করে দেখার জন্যে কেন্দ্রের তরফে রাজ্যের কাছে আবেদন জানান হয়েছে। প্রস্তাবটি রাজ্য সরকারও গুরূত্ব দিয়ে ভাবছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

করোনা ভাইরাসের মোকাবিলায় বৃহস্পতিবারই ১.৭ লক্ষ কোটির আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তারপরের দিনই সাংবাদিক বৈঠকে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস ঘোষণা করলেন রেপো রেট কমানোর। ৭৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমানো হয়েছে বলে জানিয়েছেন শক্তিকান্ত দাস। তার পাশাপাশি এদিন ছিল রিজার্ভ ব্যাঙ্কের বড় ঘোষণা- ব্যাংক লোনের ইএমআই দিতে হবে না।

শুক্রবার সকালে সাংবাদিক বৈঠক করে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস ঘোষণা করেন, সব রকম ব্যাঙ্ক লোনের উপর তিন মাস স্থগিতাদেশ দেওয়া হল। সব কমার্শিয়াল ব্যাঙ্ক, নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি, গ্রামীণ ব্যাঙ্ককে নির্দেশ দেওয়া হল তারা তিন মাস কোন ঋণের কোনও ইনস্টলমেন্ট নেবে না। তার পরের দিন অর্থাৎ শনিবার বিদ্যুৎ বিল আগামী ৩ মাস দিতে হবে না বলে নির্দেশ জারি করে করোনা বিপদের মুখোমুখি হওয়া মানুষের আরও সুরাহা করে দিল সরকার। করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের জন্য আরও বেশ কিছু পরিকল্পনা আনছে কেন্দ্রীয় সরকার সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *