ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল মার্কিন সংস্থা অ্যাপেল

ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল মার্কিন সংস্থা অ্যাপেল

 
ওয়াশিংটন: ভারতে করোনা সংক্রমণের বিরুদ্ধে প্রতিবেশী দেশগুলো একের পর এক সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন বন্ধুর মতো৷ এবার সাহায্যের হাত বাড়িয়ে দিল মার্কিন টেক জায়েন্ট অ্যাপেল৷ সংস্থার সিইও টিম কুক টুইটারে একথা জানিয়েছেন৷ করোনার বিরুদ্ধে লড়াইয়ে মাঠে নেমে সাহায্য এবং ত্রাণবিলি করার কথা জানিয়েছেন তিনি৷

তিনি এ নিয়ে একটি টুইটারে লেখেন, ‘ভারতে করোনার ব্যাপক সংক্রমণের আবহে সেখানকার সকল স্বাস্থ্যকর্মীদের প্রতি আমাদের সহানুভূতি রয়েছে৷ অতিমারির এই সঙ্কটকালে আমাদের অ্যাপেল পরিবার এবং সেখানে উপস্থিত সবাই একসঙ্গে লড়াই করব৷ অ্যাপেল মাঠে নেমে সাহায্য করবে এবং ত্রাণ বিলি করবে৷’ যদিও সরকারের মাধ্যমে নাকি অন্য কোনও ভাবে, কীভাবে এই সাহায্য এসে ভারতে পৌঁছবে, তা অবশ্য পরিষ্কার করে বলেননি অ্যাপেলের সিইও৷ অ্য়াপেলের সিইও ছাড়াও এর আগে আরও অনেক সংস্থাই ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন৷ মাইক্রোসফ্টের সিইও সত্য নাদেলা ভারতে করোনার মোকাবিলার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কথা জানিয়েছিলেন ৷ তিনি প্রয়োজনীয় ওষুধের কাঁচামাল থেকে শুরু করে, প্রযুক্তিগত সাহায্য এবং অক্সিজেনের সঙ্কট মেটাতে সাহায্যের আশ্বাস দিয়েছিলেন ৷ এছাড়াও গুগলের সিইও সুন্দর পিচাই সংস্থার তরফে ১৩৫ কোটি টাকার তহবিল গঠন করে, তা গিভ ইন্ডিয়া এবং ইউনিসেফের মাধ্যমে দেওয়া হবে বলে জানা গিয়েছে৷

উল্লেখ্য, আমেরিকা থেকে ভ্যাকসিন উৎপাদনের কাঁচামাল, অক্সিজেন কনসেনট্রেটর, ভেন্টিলেটর, পিপিই কিট এসে পৌঁছনোর কথা ভারতে ৷ রবিবার আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) জ্যাক সুলিভানের সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের এই প্রসঙ্গে ৪৫ মিনিট ফোনালাপ হয়৷ ফোনে ডোভাল সুলিভানকে রেমডেসিভির আর সেরাম ইনস্টিটিউটের জন্য কাঁচামাল দ্রুত ভারতে পাঠানোর ওপর জোর দেন ৷ প্রসঙ্গত, ভারতে গত কয়েকদিনে  প্রায় সাড়ে তিন লক্ষ মানুষ প্রতিদিন সংক্রমিত হচ্ছে ৷ যার ফলে প্রয়োজনীয় ওষুধ এবং অক্সিজেনের মতো জরুরি পরিষেবায় ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে ৷ এই পরিস্থিতিতে ভারতে সাহায্যের হাত বাড়িতে দেওয়ার কথা ঘোষণা করলেন টিম কুক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 4 =