চিনের সিদ্ধান্তের বিরোধিতা, সফর বাতিল করলেন কেন্দ্রীয় মন্ত্রী

চিনের সিদ্ধান্তের বিরোধিতা, সফর বাতিল করলেন কেন্দ্রীয় মন্ত্রী

anurag thakur

নয়াদিল্লি: চলতি এশিয়ান গেমস থেকে নাম প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন দেশের ৩ খেলোয়াড়। নয়াদিল্লি ধরে নিয়েছে যে, ওই খেলোয়াড়রা অরুণাচলের বাসিন্দা বলেই চিন এই কাজ করেছে। আর তাই এই ঘটনার প্রতিবাদে ভারতের ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর তাঁর চিন সফর বাতিল করেছেন। চিন অরুণাচলের মানুষের সঙ্গে বৈষম্যের আচরণ করেছে বলেই দাবি করা হয়েছে এবং তার বিরোধিতা করেই সফর বাতিল করলেন কেন্দ্রীয় মন্ত্রী। 

অরুণাচল প্রদেশের বাসিন্দা তিন উশু খেলোয়াড়ের ভিসার আবেদন নাকচ করে দেয় চিন। এশিয়ান গেমসের আয়োজকদের তরফে ছাড়পত্র পেলেও তারা সে দেশে ঢোকার অনুমতি পাননি। তাই বাধ্য হয়েই তাদের ছাড়া এশিয়ান গেমস খেলতে যেতে হয়েছে এই দলকে। অন্যদিকে যোগ্যতা থাকা সত্ত্বেও দেশের প্রতিনিধিত্ব করতে পারলেন না এই তিন খেলোয়াড়। গোটা ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে ভারত সরকার। বিদেশ মন্ত্রকের তরফে কড়া বার্তা দিয়ে বলা হয়েছে, দেশের স্বার্থ সুরক্ষিত রাখতে পালটা ব্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে ভারতের। আর এখন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর এই সফর বাতিল দুই দেশের সম্পর্ককে যে আরও বেশি জটিল করল তা বলাই বাহুল্য। 

অনুরাগ ঠাকুরের স্পষ্ট বক্তব্য, অরুণাচলের মানুষের সঙ্গে বৈষম্য করে ভারতের খেলোয়াড়দের এশিয়ান গেমসে এন্ট্রি দেওয়া হয়নি। চিনের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছে ভারত সরকার। তাই তিনি তাঁর সফর বাতিল করেছেন। গালোয়ান ইস্যু নিয়ে বরফ এখনও গলেনি, এখন এশিয়ান গেমসের ইস্যু নিয়ে নতুন করে ভারত-চিন সম্পর্কে ফাটল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 20 =