Aajbikel

মেয়ের জন্য কষ্ট, সুকন্যার জামিনের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা অনুব্রতর

 | 
অনুব্রত সুকন্যা

নয়াদিল্লি: গত বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে অনুব্রত মণ্ডল, কন্যা সুকন্যা মণ্ডল এবং হিসাবরক্ষক মণীশ কোঠারির বিরুদ্ধে গরু পাচার মামলায় চার্জশিট দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অনুব্রত মণ্ডল এবং তাঁর মেয়ের বর্তমান ঠিকানা তিহাড় জেল। কিন্তু চার্জশিটে যা যা উল্লেখ করেছে ইডি তাতে খুব তাড়াতাড়ি সুকন্যার জামিন হওয়ার নয়। কিন্তু বাবা হয়ে অনুব্রত খুব চাইছেন তাঁর মেয়ের জামিন। এখন তাঁর ভরসা শুধুই ঈশ্বর। 

সুকন্যার গ্রেফতারির খবর শুনে মোটেই খুশি হননি অনুব্রত। ইডি আধিকারিকদের এই নিয়ে তিনি প্রশ্ন করেছিলেন বলেও জানা গিয়েছিল। এখন তাঁর প্রার্থনা যাতে ঈশ্বর মেয়ের জামিন পাইয়ে দেয়। সোমবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত থেকে বেরনোর সময় অনুব্রত এমনই মন্তব্য করেন। আগে একাধিকবার নিজে জামিনের আর্জি জানিয়েছিলেন তিনি কিন্তু তা মেলেনি। সুকন্যাও এইটুকু সময়ের মধ্যেই জামিনের আবেদন করেছেন। আগামী ১২ মে ওই মামলার শুনানি। তার আগে মেয়ের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন অনুব্রত মণ্ডল। যদিও তা কাজে লাগবে কিনা তাতে অনেকের সন্দেহ কারণ সম্প্রতি অনুব্রত নিজেই স্বীকার করেছেন যে, মেয়েকে নিয়ে ব্যবসা চালাতেন। 

ইডির দাবি জেরার মুখে সুকন্যা জানিয়েছেন, তিনি বাবার কথা মতো চেক বইয়ে সই করতেন৷ গরু পাচারের বিষয়ে তিনি কিছুই জানেন না৷ এদিকে আবার অনুব্রত খোদ ইডিকে বলেছেন, সুকন্যাকে নিয়েই তিনি অন্যান্য ব্যবসা চালাতেন। শুধুমাত্র তাঁর স্ত্রী (প্রয়াত) কোনও ব্যবসায় যুক্ত ছিলেন না। তবে বাবা-মেয়ে মিলে মণীশ কোঠারির পরামর্শ মেনে ব্যবসা সামলাতেন বলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানতে পেরেছে। এমনিতেই আবার তাঁদের লটারি দুর্নীতির বিষয় প্রকাশ্যে চলে এসেছে।

Around The Web

Trending News

You May like