ইডির তলবে সাড়া অনুব্রতর ‘কোটিপতি’ রাঁধুনির, পাচারকাণ্ডে যোগের সম্ভাবনা

ইডির তলবে সাড়া অনুব্রতর ‘কোটিপতি’ রাঁধুনির, পাচারকাণ্ডে যোগের সম্ভাবনা

নয়াদিল্লি: গরু পাচার কাণ্ডে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল সহ আপাতত গ্রেফতার হয়েছেন তাঁর দেহরক্ষী সায়গল হোসেন এবং হিসেবরক্ষক মণীশ কোঠারি। কিন্তু তারা ছাড়াও যে আরও অনেকে এই পাচার কাণ্ডের সঙ্গে যুক্ত তা মনে করছে ইডি। সেই প্রেক্ষিতে অনুব্রত কন্যাকেও তলব করেছে তারা। এছাড়া শুক্রবার তলব করা হয়েছিল অনুব্রতর ‘রাঁধুনি’ বিজয় রজককে। যিনি আজ তলবে সাড়া দিয়ে দিল্লিতে ইডি দফতরে হাজিরা দেন। অনুমান করা হচ্ছে, গরু পাচার কাণ্ডে তিনিও সামিল। 

আরও পড়ুন- অনুব্রত কন্যার ১৬ কোটির FD কালো টাকাতেই! জানতে পারল ইডি

গত ৭ মার্চ আসানসোল থেকে কলকাতা আসার সময়ে শক্তিগড়ে অনুব্রতর সঙ্গে দেখা গিয়েছিল তাঁকে। পেশায় লাভপুর কলেজের শিক্ষাকর্মী বিজয়। কিন্তু ইডি জানতে পেরেছে তার নাকি কোটি টাকার সম্পত্তি। কী ভাবে এত টাকার মালিক হলেন তিনি? গোয়েন্দারা জানতে পেরেছেন, প্রথমে অনুব্রত মণ্ডলের বাড়ির ‘রাঁধুনি’ হিসেবে কাজ করতেন এই বিজয় এবং গরু পাচারের টাকা বহুবার বিজয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে পাচার হয়েছে যা করেছেন খোদ তৃণমূল নেতা। এভাবেই নাকি অল্প কিছুদিনের মধ্যেই ফুলেফেঁপে উঠেছে বিজয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সেই কারণেই আজ তাঁকে আয়কর ও ব্যাঙ্ক লেনদেনের নথি নিয়ে হাজিরা দিতে বলেছিল ইডি।