‘অঘ্রাণ, চৌঠা অঘ্রাণ, বাকিটা হিসাব করে নিন না’, অনুব্রতর উত্তরে হতবাক ইডি কর্তারা

‘অঘ্রাণ, চৌঠা অঘ্রাণ, বাকিটা হিসাব করে নিন না’, অনুব্রতর উত্তরে হতবাক ইডি কর্তারা

 কলকাতা: ইডি-র অফিসারদের আগেই জানিয়েছিলেন যে, তিনি হিন্দিটা বোঝেন না৷ তাই তাঁর কাছ থেকে হিন্দিতে উত্তর পাওয়াটা যে বেশ মুশকিল, তা আগেই বুঝে গিয়েছিলেন কেন্দ্রীয় তদন্ত সংস্থার অফিসাররা৷ কিন্তু, অনুব্রত বাংলায় যা বলছেন, তাঁর তর্জমা করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাঁদের৷ এদিন ইডি-র হেফাজত থেকে অনুব্রত মণ্ডলকে রাউস অ্যাভিনিউ কোর্টে নিয়ে আসা হয়৷ আদালতের কাগজপত্র তৈরি করার সময় তাঁর কাছে জানতে চাওয়া হয়, আপনার জন্মদিন কবে? প্রশ্ন শুনেই জিভ কাটলেন অনুব্রত। মনে নেই যে! তারপর খানিক ভেবে বললেন, ‘‘অঘ্রাণ মাস। চৌঠা অঘ্রাণ।’  ইডি-র অবাঙালি অফিসার কেষ্টর বাংলা জবাব শুনে তখন হতভম্ব। উত্তর না বুঝে সঙ্গে থাকা সহকারীকে অনুব্রতের আধার কার্ড খোঁজার নির্দেশ দেন তিনি৷ আধার আনার আগেই ফের অনুব্রতকে তিনি প্রশ্ন করেন, ‘জন্মসালটা মনে আছে?’ এবারও নিজস্ব ঢঙে এল জবাব৷ তাঁর সাফ কথা, ‘‘আমার তো ৬৬ বছর বয়স। বাকিটা হিসাব করে নিন না!’’

আরও পড়ুন- শক্তিশালী ভূমিকম্প, ২ মিনিট ধরে কাঁপল দিল্লি-সহ উত্তরভারত, উৎসস্থল আফগানিস্তান

ইডি সূত্রে খবর, জন্ম তারিখ ভুললেও অক্সিজেন মাস্ক, নেবুলাইজারের কথা ভোলেননি বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। আইনজীবী সম্পৃক্তা ঘোষালকে ডেকে জিজ্ঞাসা করেন, তিহাড় জেলে যাওয়ার সময় তাঁকে অক্সিজেন মাস্ক, নেবুলাইজার ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হবে তো? তাঁর সঙ্গে থাকা ব্যাগগুলোই বা কোথায় থাকবে? তখন আইনজীবী তাঁকে আশ্বস্ত করে বলেন, জেল থেকেই প্রেসক্রিপশন অনুযায়ী সমস্ত ওষুধ, অক্সিজেন মাস্ক, নেবুলাইজার সবটাই দেওয়া হবে। না পেলে তিনি ফোন করে জানাতে পারেন৷ তখন আদালতের অনুমতি নিয়ে তার বন্দোবস্ত করা হবে।

গত চার-পাঁচ মাস তিহাড় যাত্রা ঠেকাতে নানা কৌশল নিয়েছেন অনুব্রত৷ কিন্তু শেষ পর্যন্ত তা আর সম্ভব হল না৷ মঙ্গলবার বিকেলে রাউস অ্যাভিনিউ কোর্ট গরু পাচার মামলায় ধৃত অনুব্রতকে ১৩ দিনের জন্য তিহারে বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল। আগামী ৩ এপ্রিল তাঁকে আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন বিশেষ সিবিআই আদালতের বিচারক রঘুবীর সিং।