খেতে পারছেন না, রয়েছে শ্বাসকষ্ট, বুকে ব্যাথা! জেল থেকে ফের হাসপাতালে কেষ্ট

খেতে পারছেন না, রয়েছে শ্বাসকষ্ট, বুকে ব্যাথা! জেল থেকে ফের হাসপাতালে কেষ্ট

নয়াদিল্লি: শরীর একেবারেই ভালো নেই তাঁর৷ নানা রকম সমস্যা বাসা বেঁধেছে শরীরে৷ আইনজীবীর আর্জি মেনে দিল্লির তিহাড় জেল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল গরু পাচার মামলায় ধৃত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে। এর আগে দিল্লি এইমস এবং সফদরজঙ হাসপাতালে নিয়ে গিয়ে বিভিন্নরকম শারীরিক পরীক্ষা করা হয়েছিল তাঁর। মঙ্গলবার  জিবি পন্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে। এর আগে অবশ্য বারবার তিনি আদালতে জানিয়েছিলেন, শরীর আগের চেয়েও খারাপ হচ্ছে। শ্বাসকষ্ট, বুকে ব্যথা বাড়ছে৷ ঠিক মতো হাঁটতে পারছেন না, হার্টে ৭২ ও ৭৫ শতাংশ ব্লকেজ রয়েছে৷ লিভারও খারাপ, দু’বেলা ইনসুলিন নিতে হচ্ছে।

জেলে ঠিক মতো তিনি খাওয়া দাওয়া করতে পারছেন না বলেই জানিয়েছেন কেষ্ট। একটু ডাল বা তরকারি দিয়ে কখনও একটা, কখনও আবার দেড়খানা রুটি খাচ্ছেন কোনওমতে। জেল হাসপাতালের বাইরে চিকিৎসক দিয়ে শারীরিক পরীক্ষা করানোর অনুরোধও করা হয়েছিল। অনুব্রতর সেই আর্জি মেনেই হাসপাতালে তাঁর বিভিন্ন পরীক্ষাও করা হয়।

এদিকে, তিহাড় জেলের মহিল সেলে রয়েছেন কেষ্ট-কন্যা সুকন্যা৷ জেল কর্তৃপক্ষের অনুমতিতে দু’দিন মেয়ের সঙ্গে দেখা করেছেন অনুব্রত৷  প্রায় আধ ঘণ্টা ধরে কথা হয় তাঁদের মধ্যে। মেয়েকে দেখে কান্নায় ভেঙে পড়েন অনুব্রত! বলেন, “কেন হাজিরা দিলি রুবাই?” উত্তরে সুকন্যা জানান, “বারবার নোটিশ পাঠাচ্ছিল৷ কেনও উপায় ছিল না৷ গরু পাচার মামলায় জামিন পেতে ইডির দেওয়া চার্জেশিটকেই হাতিয়ার করেছেন সুকন্যা মণ্ডল। অভিযোগ, সুকন্যার ব্যাঙ্কে সঞ্চিত কোটি কোটি টাকা গরু পাচারের৷ তবে সেকথা উল্লেখনেই চার্জশিটে৷ ইডির চার্জশিটে কোথাও দেখানো হয়নি যে ব্যাঙ্কে গচ্ছিত টাকা গরু পাচারের।