Aajbikel

শরীর ভালো নেই! দিল্লির আদালতে ফের জামিনের আবেদন কেষ্টর আইনজীবীর, শুনানি ১০ জুলাই

 | 
অনুব্রত

নয়াদিল্লি: শরীর ভালো নেই তাঁর৷ জামিন চেয়ে আদালতে আবেদন জানিয়েছেন অনুব্রত মণ্ডলের আইনজীবী৷ তবে আপাতত তিহাড় জেলেই থাকতে হবে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে। কারণ, আগামী জুলাই মাসের ১০ তারিখ তৃণমূল নেতার জামিনের আবেদন শুনবে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। ততদিন জেলেই থাকতে হবে কেষ্টকে৷ 

বুধবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে ছিল অনুব্রতের মামলার শুনানি৷ এদিন তৃণমূল নেতার শারীরিক অসুস্থতার কথা জানিয়ে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী মুদিত জৈন। ১০ জুলাই সেই আবেদনের শুনানি হওয়ার কথা৷ এর পর অনুব্রতকে ১২ জুলাই পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেয় রাউস অ্যাভিনিউ আদালত।

এই প্রসঙ্গে মুদিত বলেন, ‘‘ তৃণমূল নেতার শারীরিক অসুস্থতার কারণে বুধবারের শুনানির সময় আদালতে জামিনের আবেদন করা হয়েছিল। আগামী ১০ জুলাই সেই জামিনের মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। আপাতত অনুব্রতকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।’’

এর আগে রাউস অ্যাভিনিউ আদালতে তিহাড় থেকে আসানসোল জেলে পাঠানোর আবেদন জানিয়েছিলেন গরু পাচার মামলায় ধৃত বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। গত ৪ মে অনুব্রতের সেই আবেদন খারিজ করে দেন বিচারক রঘুবীর সিং।  প্রসঙ্গত, একই মামলায় তিহাড়েই রয়েছেন কেষ্ট কন্যা সুকন্যাও৷ 

Around The Web

Trending News

You May like