চিন থেকে করোনা ‘টেস্ট কিট’ আনতে চলেছে ভারত

চিন থেকে করোনা ‘টেস্ট কিট’ আনতে চলেছে ভারত

নয়াদিল্লি: রবিবার ভারত থেকে  চিনের উদ্দেশ্যে উড়ে গিয়েছে প্রথম মেডিকেল কার্গো ফ্লাইট। এই বিমান চিন থেকে ভারতে মেডিকেল সামগ্রী নিয়ে ফিরবে বলে জানিয়েছে দেশের প্রথম সারির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। তারা নিজেদের রিপোর্টে আরও জানিয়েছে, ওই মেডিকেল সামগ্রীর মধ্যে রয়েছে নভেল করোনা ভাইরাস পরীক্ষা করার 'টেস্ট কিট'। দুই দেশের সরকারের বোঝাপড়ার মাধ্যমে মনে করা হচ্ছে, চিন এবং ভারতের মধ্যে আরও অনেক মেডিকেল কার্গো বিমান যাতায়ত করবে।

রিপোর্টে বলা হয়েছে, চিন থেকে 'Antibody Rapid Test ' আনা হবে, যা RT -PCR Test এর বিকল্প হিসেবে কাজ করতে পারবে। RT PCR Test কোভিড 19 আছে কি নেই তা জানাতে পারে। করোনা মোকাবিলায় যা অতি গুরুত্বপূর্ণ। ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চ ( ICMR) ১০ হাজার টেস্ট কিট অর্ডার করেছে। যদিও চিন থেকে কত টেস্ট কিট আসবে তা এখনও নিশ্চিত নয়।
করোনা ভাইরাসের ঘটনা প্রকাশ্যে আসার পর দুই দেশের বোঝাপড়ায় মোকাবিলা চলছে। দুবাইতে G-20 গোষ্ঠী ভুক্ত দেশ গুলি'র বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চিনের প্রেসিডেন্ট শি জিন পিং-কে মহামারীর মৃত্যু নিয়ে শোক জ্ঞাপন করেছেন।

২ এপ্রিল চিনে নতুন করে ৩৫টি নতুন করোনা ভাইরাস কেস ধরা পড়েছে। তবে চিনের বক্তব্য, এরা প্রত্যেকেই চিনের বাইরে থেকে এসেছে। শনিবার চিনে তিন মিনিটের জন্য সারা দেশের জনতা নীরবতা পালন করে। ৩ মিনিটের জন্য বন্ধ হয়ে যায় গাড়ি চলাচল। সারা দেশে সাইরেন বাজানো হয়। শনিবার চিনের অফিসিয়াল মিডিয়া রিপোর্ট বলেছে, ৯৫ জন পুলিশ অফিসার এবং ৪৬ জন স্বাস্থ্য কর্মী করোনার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মারা গিয়েছেন।

তবে, করোনা ভাইরাস মোকাবিলায় চিনের অবস্থান নিয়ে সারা পৃথিবীতেই বিতর্ক রয়েছে। চিনের দায়িত্বজ্ঞানহীনতার কথা তুলে আমেরিকা চিনকে বারবার বিদ্ধ করেছে। অভিযোগ, সারা পৃথিবীকে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO কে করোনার বিষয়ে ঠিক সময়ে খবর দেয়নি চিন। নিজের দেশেও যে চিনা ডাক্তার রা বিষয়টি উত্থাপন করেছিল, তাদের দাবিয়ে রাখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 17 =