জয়পুর: ফের পাকিস্তানের সঙ্গে সংঘর্ষের পরিস্থিতি তৈরি করল ভারত৷ এবার ভারতীয় আকাশ ব্যবহার করার অভিযোগে পাক কার্গো বিমানকে মাটিতে নামল ভারতীয় বায়ুসেনা৷ পাকিস্তান থেকে আসা কার্গো প্লেনকে জয়পুরে অবতরণে বাধ্য করে ভারতীয় বায়ুসেনার ফাইটার জেট। পাক পাইলটকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ বিনা অনুমতিতে কেন ভারতীয় আকাশ সীমায় ঢুকল পাক কার্গো বিমান, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা৷
অ্যান্তোনোভ AN-12 ভারী কার্গো বিমানটিকে জয়পুর বিমানবন্দরে অবতরণে বাধ্য করেছে ভারতীয় বায়ুসেনার ফাইটার জেট। বিমানের পাইলটকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে সংবাদসংস্থা এএনআই। র্যাডারে ধরা পড়ার পরই বিমানটিকে তাড়া করে বায়ুসেনার দুটি 30MKI সুখোই বিমান। জয়পুর বিমানবন্দরে অবতরণে বাধ্য করা হয় বিমানটিকে।
বালকোট হানলার পর স্থল-জল ও আকাশ পথে চূড়ান্ত সতর্কতা জারি করে কেন্দ্র৷ জলপথে ভারতের উপর যাতে শত্রুপক্ষ আঘাত হানতে না পারে, তা নিশ্চিত করতে ভারতীয় নৌসেনা ও উপকূলরক্ষী বাহিনীকে সতর্কতা রাখা হয়৷ একই সঙ্গে পাকিস্তানের আকাশ পথ বয়কট করে ভারত৷ যাত্রীপরিষেবার ক্ষোত্রেও বিধিনিষেধ জারি করা হয়৷
Government sources to ANI: Indian Air Force fighter jets force an Antonov AN-12 heavy cargo plane coming from Pakistani Air space to land at Jaipur airport. Questioning of pilots on. More details awaited. pic.twitter.com/YSZZPF9u1D
— ANI (@ANI) May 10, 2019
এর আগেও পুলওয়ামা পরবর্তী পরিস্থিতিতে পাঞ্জাবের তরন তরন জেলার খেমকরনে বিএসএফ একটি পাকিস্তানি ড্রোন গুলি করে নামি দেয়৷ এরপরই সীমান্তবর্তী ওই এলাকা ও গ্রামগুলিকে সতর্ক করা হয়৷ অ্যান্টি এয়ারক্রাফট গান দিয়ে সেটিকে নামিয়ে দেওয়া হয়। এর আগে ভারতের চারটি সুখোই-৩০ ও মিরাজ ২০০০ জেট ৪টি পাক এফ ১৬ বিমানকে তাড়িয়ে দেয়৷