‘ইভিএম বদলে দিয়ে আরও একটি বালাকোট ঘটানো হচ্ছে’

নয়াদিল্লি: মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের পর এবার ইভিএম বদল নিয়ে প্রশ্ন তুললেন দেশের দুই প্রান্তের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও রাবরি দেবী৷ জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি মঙ্গলবার টুইট করে বলেন, ‘‘ইভিএম বদলে দেওয়ার দোরালো প্রমাণ রয়েছে। তবু এই নিয়ে নির্বাচন কমিশন কেন মুখে কুলুপ এঁচে রয়েছে৷’’ বালাকোট এয়ার স্ট্রাইকে আদৌ

d3da88acd212ac4a22942466e232c45e

‘ইভিএম বদলে দিয়ে আরও একটি বালাকোট ঘটানো হচ্ছে’

নয়াদিল্লি: মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের পর এবার ইভিএম বদল নিয়ে প্রশ্ন তুললেন দেশের দুই প্রান্তের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও রাবরি দেবী৷

‘ইভিএম বদলে দিয়ে আরও একটি বালাকোট ঘটানো হচ্ছে’জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি মঙ্গলবার টুইট করে বলেন, ‘‘ইভিএম বদলে দেওয়ার দোরালো প্রমাণ রয়েছে। তবু এই নিয়ে নির্বাচন কমিশন কেন মুখে কুলুপ এঁচে রয়েছে৷’’ বালাকোট এয়ার স্ট্রাইকে আদৌ কোনও জঙ্গির মৃত্যু হয়েছে কি না তাই নিয়ে আগে প্রশ্ন তুলেছিলেন মেহবুবা৷ এদিন তিনি বলেন, ‘‘মোদি জিতছেন এরকম একটি ছদ্ম ঢেউ তোলা হয়েছে। তাকে সমর্থন জোগানো হয়েছে বুথ ফেরত সমীক্ষার ভুয়ো ফল দিয়ে। এরপর ইভিএম বদলে দিয়ে আরও একটি বালাকোট ঘটানো হচ্ছে৷’’

একই প্রশ্ন তোলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি নেত্রী রাবরি দেবী৷ নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বেশ কয়েকটি টুইট করেছেন তিনি৷ প্রথম টুইটে তিনি ইভিএম বদলের প্রসঙ্গ তুলেছেন৷ বলেন, ‘‘স্ট্রংরুমের আশপাশে ইভিএম উদ্ধার হচ্ছে। ট্রাক ও ব্যক্তিগত যানবাহনে ইভিএম ধরা পড়েছে। এগুলি কোথা থেকে আসছে, কোথায় যাচ্ছে? কখন, কেন, কারা এবং কার জন্য তা গ্রহণ করছেন? এটা কি আগেই ঠিক করা ছিল?’’ নির্বাচন কমিশনের এই প্রশ্নের উত্তরগুলি অবিলম্বে স্পষ্ট করা উচিত বলে তিনি দাবি করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *