আগরতলা: দক্ষিণ ত্রিপুরা জেলা বিলোনিয়ার অখন্ড মন্ডলী সংলগ্ন এলাকার বাসিন্দা বিপুল বিশ্বাস। ছোটবেলা থেকেই রঙ-তুলি তাঁর অবসরের অন্যতম সঙ্গী। তাই চোখের সামনে যা কিছু থাকে, সেটাকেই ক্যানভাস বানিয়ে ফেলে বিপুল। গাছ থেকে শুরু করে গাছের ছাল, থারমকলের প্লেট, কাপড় এসবকিছু নিয়ে প্রতিনিয়ত এক্সপেরিমেন্ট চলে। খানিকটা সেই আগ্রহের বশেই এবার পায়রার পালককে ক্যানভাস বানিয়েছে বছর ২২ এর এই যুবক।
করোনাকালে যেভাবে মানুষের কাছে ‘মসিহা’ হয়ে উঠেছেন সোনু সুদ, বাস্তবের সেই নায়ককেই কুর্নিশ জানিয়েছেন বিপুল। একটা পালকের মধ্যে প্রিয় অভিনেতার ছবি এঁকে রীতিমত তাক লাগিয়ে দিয়েছে যুবক। নিজের সেই ‘কীর্তি’র ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই তা ভাইরাল হয়ে গিয়েছে। চোখে পড়েছে অভিনেতার। ছবির জন্য বিপুলকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।
বিপুলের এই আগ্রহ শুধু ছবি আঁকার প্রতি নয় অন্যান্য সৃষ্টিমূলক কাজেও সমান পারদর্শী। তাই আঁকার পাশাপাশি কখনও আলপিন দিয়ে সে বানিয়ে ফেলে দেশনায়ক নেতাজীর মুখ, আবার কখনও গাছের পাতা কেটে তাকে রূপ দেয় রামকৃষ্ণ পরমহংস দেব, কাজী নজরুল ইসলামের। মহামারীকালীন পরিস্থিতিতে এইভাবেই সময় কাটছে তাঁর। বিপুলের এই কৃতিত্বের খবর পাঁচ কান হতেই পাড়া-প্রতিবেশি ভিড় জমিয়েছে বাড়িতে। ঘরের ছেলের সাফল্যে খুশি পরিবারও। আগামী দিনে এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়াই মূল লক্ষ্য বিপুল বিশ্বাসের।