নয়াদিল্লি: সপ্তদশ লোকসভায় স্পিকার পদে বসলেন ওম বিড়লা৷ অমিত শাহের প্রস্তাবে ও রাজনাথের সমর্থনে দেওয়া প্রস্তাবে এদিন সমর্থন জানান অধীর চৌধূরী থেকে শুরু করে সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে বিরোধী দলের সদস্যরা৷ এদিন লোকসভার সদস্যদের সমর্থন নিয়ে স্পিকার পদে বসেন ওম বিড়লা৷
আগামী পাঁচ বছর লোকসভা পরিচালোনার গুরুত্বপূর্ণ দায়িত্ব নিলেন রাজস্থানের কোটার দু’বারের সাংসদ কথা তিন বারের বিধায়ক ওম বিড়লা৷ এবারের লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী রামনারায়ণ মীনাকে আড়াই লাখ ভোটে হারিয়েছেন ওম৷
BJP MP from Kota, Om Birla elected as the Speaker of the 17th Lok Sabha. pic.twitter.com/Cuwe3zbRSA
— ANI (@ANI) June 19, 2019
গত লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন এবার ঙোটে লড়েননি৷ সোমবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বিজেপি সাংসদ বীরেন্দ্র কুমারকে প্রোটেম স্পিকার পদে নিয়োগ করেছেন৷