নয়াদিল্লি: করোনা পরিস্থিতি মোকাবিলায় এবার বড়সড়ো আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ আজ দুপুরে সাংবাদিক বৈঠক করে গরিব, দিন মজুর, শ্রমিক পরিবারের জন্য আর্থিক প্যাকেজ ঘোষণা করেন তিনি৷ ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেন অর্থমন্ত্রী৷ একই সঙ্গে করোনা মোকাবিলায় যুক্ত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও আশা কর্মীদের জন্য মোটা অঙ্কের বিমা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী৷
দেশে করোনা পরিস্থিতিতে ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণাকরলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য ৫০ লক্ষ টাকার চিকিৎসা বিমা।
১০০ দিনের কাজের মজুরি বৃদ্ধি। ১৮২ টাকা থেকে বাড়িয়ে ২০২টাকা।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় আগামী তিন মাসের জন্য বিপিএল পরিবারগুলিকে বিনামূল্য রান্নার গ্যাসের সিলিন্ডার দেওয়া হবে।
জনধন অ্যাকাউন্ট রয়েছে যে মহিলাদের, তাঁদের আগামী তিন মাসের জন্য ৫০০ টাকা করে দেওয়া হবে। এতে ২০ কোটি মহিলা উপকৃত হবেন।
জনধন অ্যাকাউন্ট রয়েছে যে মহিলাদের, তাঁদের আগামী তিন মাসের জন্য ৫০০ টাকা করে দেওয়া হবে। এতে ২০ কোটি মহিলা উপকৃত হবেন।
ষাটোর্ধ্ব ব্যক্তি, বিধবা এবং প্রতিবন্ধিদের অতিরিক্ত ১০০০ টাকা করে দেওয়া হবে প্রতিমাসে। দু’দফার কিস্তিতে এই টাকা মিলবে।
১০০ দিনের কাজের আওতায় শ্রমিকদের পারিশ্রমিক বাড়িয়ে ২০২ টাকা করে দেওয়া হবে।
প্রধানমন্ত্রী কৃষি যোজনার আওতায় বছরে ৬ হাজার টাকা করে পান কৃষকরা। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এপ্রিলের প্রথম সপ্তাহেই তা থেকে কৃষকদের অ্যাকাউন্টে ২ হাজার টাকা করে জমা পড়বে।
প্রতি পরিবার পিছু বিনামূল্যে ১ কেজি করে ডালও দেওয়া হবে। দেশের ৮০ কোটি দরিদ্র মানুষ এতে উপকৃত হবেন।
প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্রকল্পের আওতায় কোনও গরিব মানুষকে উপোস করতে হবে না। প্রধানমন্ত্রী অন্ন যোজনার আওতায় আগামী তিন মাসের জন্য বিনামূল্যে মাথাপিছু অতিরিক্ত ৫ কেজি চাল অথবা গম দেওয়া হবে।
জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষের জন্য আগামী তিন মাস মাথাপিছু ৫০ লক্ষ টাকার বিমা।
আগামী ৩ মাসের জন্য পিএফ দেবে কেন্দ্র