করোনা যোদ্ধাদের মৃত্যু হলে পরিবারকে ১ কোটি অর্থ সাহায্যের ঘোষণা

করোনা যোদ্ধাদের মৃত্যু হলে পরিবারকে ১ কোটি অর্থ সাহায্যের ঘোষণা

নয়াদিল্লি: করোনা রোগের মোকাবিলা করছে এমন যে কোন পেশার লোক শুধু ডাক্তার বা নার্সারি নয় এমনকি পুলিশকর্মী যারা দেশের নাগরিকদের খাবার বিলি করছে, সুরক্ষা দিচ্ছে, করোনা রোগে তাদের মৃত্যু হলে মৃতের পরিবার সম্মান হিসাবে এক কোটি টাকা করে পাবে বলে ঘোষণা করলেন দিল্লি সরকার।

এতদিন করোনা রোগীর চিকিৎসারত ডাক্তার-নার্স এবং স্বাস্থ্যকর্মীদের পরিবারের সুরক্ষার কথা সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল। কারোনা রোগীর সেবা করার করতে করতে যদি কোন ডাক্তার ,নার্সের বা স্বাস্থ্যকর্মীর করোনা রোগে মৃত্যু হয় তাহলে তাদের পরিবারকে এক কোটি টাকা করে দেওয়া হবে সরকারের তরফ থেকে। কিন্তু সম্প্রতি কেজরিওয়াল সরকার বলেন শুধু ডাক্তার নার্স নয় পুলিশ, সিভিল ডিফেনস ভলেন্টিয়ার, হাসপাতাল কর্মী, ল্যাব-কর্মী, যারা মানুষকে খাবার বিলি করছেন তাঁরাও জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। তাই এমন আপৎকালীন পরিস্থিতিতে যে সমস্ত কর্মচারী করোনা রোগের মোকাবিলা করছে তাদের যদি মানুষের সেবা করতে করতে করোনা রোগে মৃত্যু হয় তাহলে তাদের পরিবারের লোকেরাও এক কোটি টাকা করে পাবে।

এমন সময় দেখা যাচ্ছে অনেক সমাজসেবী, স্বেচ্ছাসেবী, অনেক এনজিও সংস্থা এমনকি বহু রাজনৈতিক নেতারাও সমাজ সেবার জন্য খাবার বিলি করছে, রেশনের ব্যবস্থা করছে। কেউ চাল, ডাল, তেল, নুন, আলু পেঁয়াজের মত জিনিসপত্র প্যাকেট ভরে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে। এরাও একরকম সমাজসেবী মধ্যে পড়ে। কিন্তু এটা নিশ্চিন্ত করে দেওয়া হয়নি যে, বেসরকারি ভাবে যারা খাবার বিলি করছে, তাদের করোনা রোগে মৃত্যু হলে তাদের পরিবারও সম্মান হিসেবে এক কোটি টাকা পাবে, নাকি শুধু সরকারের তরফ থেকে যারা খাবার বিলি করছে তারাই এই সুরক্ষা বীমার মধ্যে পড়ছে এটা নিশ্চিত করে দেওয়া হয়নি। তবে কেজরিওয়ালের কথায় এটুকু ইঙ্গিত পাওয়া গেছে, সরকারিভাবে যারা এরকম সেবার কাজ করছে তাদের এই প্রকল্পের আওতায় ধরা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − seven =