মোদির ঘুম উড়িয়ে ফের অনশনে আন্না হাজারে

নয়াদিল্লি: কেন্দ্রে লোকপাল ও রাজ্যগুলিতে লোকায়ুক্ত গঠন করার দাবিতে ফের অনশনে বসলেন সমাজকর্মী আন্না হাজারে৷ দেশ থেকে দুর্নীতি মুক্ত করতেই তাঁর এই অনশন বলে জানিয়েছেন তিনি৷ এর আগেও তিনি একাধিকবার অনশনে বসেছিলেন৷ তখন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল লোকপাল ও লোকায়ুক্ত গঠন করা হবে৷ কিন্তু নরেন্দ্র মোদির সরকার মুখে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হলেও এই বিষয়ে কিছুই করেনি

945aee56ca7f312ca2485aaa66c37cd8

মোদির ঘুম উড়িয়ে ফের অনশনে আন্না হাজারে

নয়াদিল্লি: কেন্দ্রে লোকপাল ও রাজ্যগুলিতে লোকায়ুক্ত গঠন করার দাবিতে ফের অনশনে বসলেন সমাজকর্মী আন্না হাজারে৷ দেশ থেকে দুর্নীতি মুক্ত করতেই তাঁর এই অনশন বলে জানিয়েছেন তিনি৷ এর আগেও তিনি একাধিকবার অনশনে বসেছিলেন৷ তখন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল লোকপাল ও লোকায়ুক্ত গঠন করা হবে৷ কিন্তু নরেন্দ্র মোদির সরকার মুখে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হলেও এই বিষয়ে কিছুই করেনি বলে অভিযোগ৷ দুর্নীর পাশাপাশি কৃষকদের দাবি পূরণের লক্ষে বুধবার রাজধানীতে আমরণ অনশন শুরুর সিদ্ধান্ত নিয়েছেন আন্না হাজারে৷

দশ মাস আগে গত মার্চে নয়াদিল্লির রামলীলা ময়দানে আন্না যখন অনশন করছিলেন, তখন মোদী সরকার তাঁকে প্রতিশ্রুতি দিয়েছিল, কৃষকদের ‘কর্জ মাফ’ করা হবে৷ কিন্তু সে প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি৷ দেশের সার্বিক চিত্র ব্যথিত করেছে তাঁকে৷ কিন্তু, এবার প্রতিশ্রুতি দিয়ে কাজ হবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি৷ সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘‘দেশবাসীর মুখে দু’বেলা দু’মুঠো অন্ন তুলে দিচ্ছেন, তাঁদের দুর্দশার অন্ত নেই৷ না পাচ্ছেন কৃষিপণ্যের ন্যূনতম সহায়ক মূল্য, না পাচ্ছেন ৬০ বছর বয়সের পরে কেন্দ্রীয় পেনশন, যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এক বছর আগে৷ কিন্তু, এবার প্রতিশ্রুতি পূর্ণ না হলে চলবে অনশন৷’’  লোকপাল ও লোকাযুক্ত নিয়োগ নিয়েও সোচ্চার হয়েছেন তিনি৷ তাঁর দাবি, ‘‘এই সরকারের লোকপাল এবং লোকায়ুক্ত নিয়োগের কোনও ইচ্ছেই নেই৷ যে কোনও উপায়ে তারা বিষয়টিকে পিছিয়ে দিতে চাইছে৷’

পাঁচ বছর আগে লোকসভা ভোটের প্রাক্কালে রাজধানী দিল্লিতে এমনই আন্দোলন শুরু করেছিলেন আন্না৷ সেই আন্দোলনে আন্নার দুই সেনানী অরবিন্দ কেজরিওয়াল আজ দিল্লির মুখ্যমন্ত্রী আর কিরণ বেদী পণ্ডিচেরীর উপ-রাজ্যপাল৷ এই অবস্থায় রাষ্ট্রীয় কিষাণ মহাসঙ্ঘকে নিয়ে আন্নার আন্দোলন কতটা প্রভাব বিস্তার করতে পারবে, সন্দেহ রাজনৈতিক মহলে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *