নয়াদিল্লি: মন্ত্রীরা সংসদ চলাকালীন লোকসভা ও রাজ্যসভায় থাকছেন না৷ সাংসদরাও সংসদ চলাকালীন অনুপস্থিত৷ একাধিকবার সতর্ক করা সত্ত্বেও এই প্রবণতা থামছে না৷ এবার, সংসদে না আসা মন্ত্রীদের তলব করলেন ক্ষুব্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
এই বিষয়ে মোদি এতটাই ক্ষুব্ধ যে বিজেপি সংসদীয় দলের বৈঠকে সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীকে বলেন, আমাকে তালিকা করে দিন, কোন কোন মন্ত্রী কতদিন সংসদে হাজির হয়েছেন ও কারা হাজির হচ্ছেন না৷ একইভাবে সাংসদের তালিকাও চান তিনি৷ সাংসদরা অনেকেই লোকসভা ও রাজ্যসভায় গরহাজির৷ কেন? বছরে মাত্র ৩ বার অধিবেশন হয়৷ অধিবেশনে উপস্থিত থাকার জন্যই সাংসদদের ভোট দিয়ে পাঠানো হয়েছে৷ তাহলে তাঁরা থাকেন না কেন? তবে মোদি সাংসদদের থেকেও অনেক বেশি ক্রুদ্ধ হয়েছেন মন্ত্রীদের গরহাজিরা নিয়ে৷