মেলেনি অ্যাম্বুলেন্স, হাসপাতাল যাওয়ার পথেই জঙ্গলে প্রসব মহিলার

মেলেনি অ্যাম্বুলেন্স, হাসপাতাল যাওয়ার পথেই জঙ্গলে প্রসব মহিলার

হায়দরাবাদ: একদিকে যেমন তেলেঙ্গানা করোনা মুক্তের স্বপ্ন দেখাচ্ছে, তেমনি অন্যদিকে করোনায় জেরে লক ডাউনের জেরে  প্রান্তিক মানুষের পরিস্থিতিতে মানুষকে ভয় দেখাতে বাধ্য৷ একেই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে গ্রামগুলোর দুরত্ব অনেকটা৷ তার মধ্যে লকডাউনের জেরে কোনও যান পাওয়া যাচ্ছে না৷ গর্ভবতী ও অসুস্থ মানুষদের হাসপাতালে নিয়ে যাওয়া দুষ্কর হয়ে দাঁড়াচ্ছে৷ করোনায় নয়, দেশের প্রান্তিুক মানুষগুলির বিনা চিকিৎসায় মৃত্যুর সম্ভাবনা প্রবল দেখা দিয়েছে৷

গ্রাম থেকে সব থেকে কাছের হাসপাতাল সাত কিলোমিটার দূরে৷ কোনও যানবাহনে যাওয়া হয়তো কোনও বিষয় নয়৷ কিন্তু সমস্যা দাঁড়াচ্ছে অন্য জায়গায়৷ লক ডাউনের জেরে বন্ধ সমস্ত যানবাহণ৷ গর্ভবতী মহিলাকে তাই তিন জন স্বাস্থ্যকর্মী ও অঙ্গনওয়ারির কর্মীরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া চেষ্টা করেন৷ মুলাকালাপল্লীর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যেতে একটা জঙ্গল পড়ে৷ সেখানেই ওই গর্ভবতী মহিলার প্রসব বেদনা ওঠে৷ গ্রামের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কর্মীদের সাহায্যে ওই মহিলা জঙ্গলেই প্রসব করেন৷ মা ও শিশু বর্তমানে ভালো রয়েছে৷