Aajbikel

অন্ধ্রপ্রদেশ রেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৩, ক্ষতিপূরণ ঘোষণা করলেন রেলমন্ত্রী

 | 
অন্ধ্রপ্রদেশ রেল দুর্ঘটনা

বিশাখাপত্তনম: ফের রেল দুর্ঘটনার সাক্ষী থাকল দেশ৷ রবিবার সন্ধ্যা ৭টা বেজে ১০ মিনিট নাগাদ অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানাগ্রাম জেলায় ০৮৫৩২ বিশাখাপত্তনম-পালাসা প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে ০৮৫০৪ বিশাখাপত্তনম-রায়গড় প্যাসেঞ্জারের৷ সেই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ল ১৩।

রবিবার রাত পর্যন্ত সরকারি ভাবে জানানো হয়েছিল মৃতের সংখ্যা ৬। গভীর রাতে আরও কয়েকজন যাত্রীর মৃত্যু হয়। অন্যদিকে, এই দুর্ঘটনায় আহতের সংখ্যা প্রায় ৪০৷ গতকাল গভীর রাতেই মৃতের পরিবার এবং আহত যাত্রীদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রেলমন্ত্রী জানান, মৃত যাত্রীদের নিকট আত্মীয়দের ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। গুরুতর আহত যাত্রীরা পাবেন আড়াই লক্ষ এবং অল্প আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, রেল কর্মচারীর ভুলেই ঘটেছে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটেছে। সিগন্যাল ভুল থাকায় বিশাখাপত্তনম বিজয়গড় প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে একই লাইনে চলে আসে বিশাখাপত্তনম পালাসা এক্সপ্রেস ট্রেনটি।

Around The Web

Trending News

You May like