অমানবিক! মাটি কাটার মেশিন দিয়ে সরানো হচ্ছে করোনাক্রান্তের দেহ

অমানবিক! মাটি কাটার মেশিন দিয়ে সরানো হচ্ছে করোনাক্রান্তের দেহ

cd290f0a748491482103ee87eb93285c

হায়দরাবাদ: করোনা ভাইরাসের প্রকোপ যত বেড়েছে, মর্মান্তিক ঘটনা তত সামনে আসতে শুরু করেছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ পেয়েছে। সেখানে দেখা গিয়েছে, এক করোনা আক্রান্ত ব্যক্তির শেষকৃত্য বুলডোজারের সাহায্যে করা হচ্ছে। এই ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই বিভিন্ন মহল থেকে ধিক্কার আসতে শুরু করেছে। অন্ধ্রপ্রদেশে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।

অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলায় এক প্রাক্তন পুর কর্মচারী করোনা পজিটিভ হয়ে মারা যান। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ওই মৃতদেহ শ্মশানে নিয়ে যেতে একটি জেসিবি মেশিন ব্যবহার করছেন পিপিই কিট পরা কয়েকজন আধিকারিক। মেশিনের সামনের অংশে তোলা হয় ওই মৃতদেহটি। জানা গিয়েছে, বাড়িতেই করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়। এরপরেই প্রতিবেশীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। বাধ্য হয়েই পরিবারের সদস্য পুর কর্মীদের মৃতদেহ সরানোর জন্য আবেদন করেন।

বুলডোজার দিয়ে মৃতদেহ সরানোর ঘটনাকে কেন্দ্র করে অন্ধ্রপ্রদশের বিভিন্ন জা্য়গায় আন্দোলন শুরু হয়। ঘটনাকে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে অমানবিক বলে আখ্যা দেওয়া হয়েছে। জানানো হয়েছে, প্রটোকল মেনে করোনা আক্রান্ত ব্যক্তির মৃতদেহ সরানো হয়নি বলেই জানানো হয়েছে। ঘটনায় দুই জনকে সাসপেন্ড করা হয়েছে বলে জানা গিয়েছে। এর আগে ২৪ জুন ওই জেলাতেই প্রায় একই ধরনের ঘটনা ঘটেছিল। ওই জেলার সম্পেতা শহরে এক করোনায় মৃত মহিলাকে শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল ট্রাক্টরে চাপিয়ে। সেই সময় ওই ঘটনা নিয়ে আলোচনা হলেও ফের একবার একই ঘটনার সাক্ষী রইল অন্ধ্রপ্রদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *