আন্দামান: করোনা আতঙ্কে পর্যটন শিল্পে ভাঁটার টান আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। বিদেশি এবং দেশি পর্যটকদের উদ্দেশ্যে স্থানীয় প্রশাসনের তরফে জারি করা বিবৃতিতে ১৬ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত এই দ্বীপপুঞ্জে ঘুরতে না আসার পরামর্শ দেওয়া হয়েছে।
কেন্দ্রশাসিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এখনও কেউ করোনাতে আক্রান্ত হননি। কিন্তু কোনও রকমের ঢিলেমি দিতে নারাজ প্রশাসন। স্বাস্থ্যসচিবের নির্দেশে সবকটি পর্যটনস্থল সোমবার রাত থেকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়ার স্থানীয় ট্যুর অপারেটররা যাবতীয় বুকিং বাতিল করে দিয়েছে। পিছিয়ে দেওয়া হয়েছে একাধিক সফরসূচীর নির্ঘণ্ট। যে সকল পর্যটক বর্তমানে আন্দামানে রয়েছে তাদেরকে ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী দশদিন পর্যন্ত পর্যটনস্থল যেমন সমুদ্র সৈকত, সেলুলার জেল, জলক্রীড়া, জেটি, ইকো-ট্যুরিজম পার্কও বন্ধ থাকবে।
ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ১১০ ছাড়িয়ে গিয়েছে। মহারাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি। মহারাষ্ট্রে করোনায় ৩৮ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই কেরল রয়েছে। রবিবার রাত পর্যন্ত কেরলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২২ জন বলে জানা গিয়েছে। করোনা ভাইরাসে ভারতে ইতিমধ্যে দুই জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে একজন কর্ণাটকের ৭৪ বছরের বৃদ্ধ। ওই বৃদ্ধ সম্প্রতি সৌদি আরব থেকে ভারতে এসেছিলেন। ওই বৃদ্ধের মেয়ের শরীরেও করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে।
চিনে করোনা ভাইরাসের প্রকোপ অনেকটা কমে গেলেও ইউরোপ, আমেরিকা ও কানাডায় করোনা ভাইরাস ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে। গোটা ইউরোপ স্তব্ধ হয়ে গিয়েছে। করোনা ভাইরাসের জেরে মৃতের সংখ্যা ছয় হাজার ছাড়িয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। ইউরোপের বিভিন্ন দেশ তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছে বলে জানা গিয়েছে।