আর মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘কিয়ার’!

মুম্বই: আলোর উৎসব দীপাবলি৷ সেই দীপাবলীর উৎসবে জল ঢেলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় কিয়ার৷ আরব সাগরে গভীর নিম্নচাপটি ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন৷ খুব সম্ভবত আগামী ২৪ ঘণ্টার মধ্যে গোটা, কর্ণাটক উপকূলে আছড়ে পড়তে পারে৷ ইতিমধ্যেই জারি হয়েছে সর্তকতা৷ মৌসুম ভবনের পূর্বাভাস বলছে, ঘূর্ণিঝড় কিয়ার প্রভাবে ওড়িশা অসম মেঘালয় ভারী বৃষ্টি হতে পারে৷

আর মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘কিয়ার’!

মুম্বই: আলোর উৎসব দীপাবলি৷ সেই দীপাবলীর উৎসবে জল ঢেলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় কিয়ার৷ আরব সাগরে গভীর নিম্নচাপটি ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন৷ খুব সম্ভবত আগামী ২৪ ঘণ্টার মধ্যে গোটা, কর্ণাটক উপকূলে আছড়ে পড়তে পারে৷ ইতিমধ্যেই জারি হয়েছে সর্তকতা৷

মৌসুম ভবনের পূর্বাভাস বলছে, ঘূর্ণিঝড় কিয়ার প্রভাবে ওড়িশা অসম মেঘালয় ভারী বৃষ্টি হতে পারে৷ এই মুহূর্তে ঘূর্ণিঝড় অবস্থান করছে পূর্ব-মধ্য আরব সাগরে৷ গভীর নিম্নচাপ পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে৷ মহারাষ্ট্রের রত্নগিরি থেকে ৩৩০ কিলোমিটার দূরে অবস্থান করছে৷ ঘূর্ণিঝড়ের বলায়টি প্রায় ১৯০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে৷

ইতিমধ্যেই পরিস্থিতি মোকাবিলার জন্য ইন্ডিয়ান কোস্টগার্ডকে সতর্কবার্তা জারি করা হয়েছে৷ বিপর্যয় মোকাবিলায় তৈরি থাকতে নির্দেশ পাঠানো হয়েছে৷ যেকোনও পরিস্থিতিতে ঝাঁপিয়ে পড়ার জন্য স্থানীয় পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে৷ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেড়ানোর বিষয়ে সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *