আমদাবাদ: প্রাক্তন প্রেমিকের হবু স্ত্রীর ঘনিষ্ঠ ছবি ইস্টাগ্রাম নামক বহুল প্রচারিত সোশ্যাল মিডিয়া ছড়িয়ে গ্রেফতার হলেন গুজরাতের আমদাবাদের ২২ বছরের এক যুবতী। আমদাবাদ পুলিশের সাইবার ক্রাইম বিভাগ যুবতীকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন আগে এক যুবতী থানায় এসে কেউ তাঁর নামে ইনস্টাগ্রামে একটি ভুয়ো অ্যাকাউন্ট খুলে, সেখানে তাঁর আপত্তিকর ছবি প্রকাশ করেছে বলে অভিযোগ দায়ের করেন। তিনি আরও অভিযোগ করেন, ওই অ্যাকাউন্ট থেকেই কোনও অজানা ব্যক্তি তাঁর হবু স্বামীকে বন্ধুত্বের অনুরোধ পাঠানো হয়। এরপরই তিনি ইনস্টাগ্রামে তাঁর নামে ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়েছে বলে জানতে পারেন এবং সেখানে তাঁর আপত্তিকর ছবি দেওয়ার ঘটনা জানতে পারেন। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত করতে শুরু করেন সাইবার বিভাগের আধিকারিকরা৷ প্রযুক্তিবিদদের সাহায্যে ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ব্যবহারকারী খোঁজ পেয়ে যান পুলিশের সাইবার ক্রাইম বিভাগের আধিকারিকরা। তার ভিত্তিতেই এক যুবতীকে গ্রেফতার করা হয়। এরপরই পুলিশ জানতে পারে, ধৃত যুবতী নিজের প্রাক্তন প্রেমিকের হবু স্ত্রীর নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলেছিলেন।
পুলিশি জেরায় নারোদা এলাকার বাসিন্দা ধৃত যুবতী জানিয়েছেন, তাঁর কাছে তাঁর প্রাক্তন প্রেমিকের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড ছিল। সেই পাসওয়ার্ডের মাধ্যমে প্রেমিকের অ্যাকাউন্টে ঢুকে দু’জনের কথোপকথন ও ঘনিষ্ঠ ছবি সেখান থেকে নিয়ে নেন। তার পরে ইনস্টাগ্রামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে তাঁদের ঘনিষ্ঠ ছবি নেট মাধ্যমে ছড়িয়ে দেন। তরুণীর বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ দায়ের করেছে পুলিশ। তাঁর মোবাইল সহ সব ছবি উদ্ধার করেছে পুলিশ।
উল্লেখ্য, সম্প্রতি উত্তরপ্রদেশ পুলিসের ওম্যান পাওয়ার লাইন ১০৯০ এক ৩৫ বছরের ব্যক্তিকে গ্রেফতার করেছে ১৫টি জেলার প্রায় ৩৭০ জন মহিলাকে উত্যক্ত করার অভিযোগে৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি নিজে আপত্তিকর অবস্থায় থেকে মহিলাদের হোয়াটস অ্যাপ নাম সোশ্যাল মিডিয়ায় ভিডিএ কল করতেন৷ এমনকি কোনও মহিলা পুলিশে অভিযোগ করার হুমিক দিলে তাঁকে ব্ল্যাকমেল করার জন্য ওই ফোন রেকর্ড করে রাখতেন৷