‘ভারতের অন্যতম উজ্জ্বল রত্ন’কে শ্রদ্ধা আমূলের

‘ভারতের অন্যতম উজ্জ্বল রত্ন’কে শ্রদ্ধা আমূলের

df01c28d16324ed804cb7353bdfdf10e

 

নয়াদিল্লি: দীর্ঘ পাঁচ দশকের রাজনৈতিক জীবনে এক গভীর ছাপ ফেলেছিলেন তিনি৷ ছিলেন স্বাধীনতা পরবর্তী অধ্যায়ের সফলতম এক বাঙালি রাজনীতিবিদ৷ সোমবার দিল্লির সেনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ তাঁর প্রয়ানে শোকস্তব্ধ গোটা রাজনৈতিক মহল৷ তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন আপামর দেশবাসী৷ স্বভাবসিদ্ধ ভঙ্গিতে দেশের ১৩তম রাষ্ট্রপতি তথা ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়কে আন্তরিক শ্রদ্ধা জানাল আমূল৷ তাঁর স্মরণে বিশেষ ডুডল তৈরি করল তারা৷ সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ 

আরও পড়ুন- প্রণব-প্রয়াণে শোকস্তব্ধ ঢাকুরিয়া, এখান থেকেই তৈরি হয়েছিল বাংলার রাজনীতির রোডম্যাপ

 

তিনটি ছবির মাধ্যমে প্রণব মুখোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের সংক্ষিপ্ত অধ্যায় তুলে ধরার চেষ্টা করেছে আমূল৷ তাঁকে শ্রদ্ধা জানিয়ে সংস্থার তরফে লেখা হয়েছে, ‘‘ভারতের অন্যতম উজ্জ্বল রত্নকে বিদায়৷’’ এই ছবিটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘‘মহান রাজনীতিবিদ, রাষ্ট্রপতি এবং একজন রাষ্ট্রনায়ককে শ্রদ্ধাঞ্জলি৷’’ 

 

২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত রাষ্ট্রপতি পদে দায়িত্ব সামলেছিলেন প্রণববাবু৷ পাঁচ দশকের দীর্ঘ রাজনৈতিক জীবন তাঁর৷ এই সময়ে কখনও সামলেছেন অর্থ মন্ত্রক৷ আবার কখনও দায়িত্ব এসেছে প্রতিরক্ষা এবং স্বরাষ্ট্র মন্ত্রকের৷ এক বছর আগেই তাঁকে ‘ভারতরত্ন’ সম্মান দেওয়া হয়। কংগ্রেসের বাইরেও সব দলে তাঁর জন্য শ্রদ্ধা, গ্রহণযোগ্যতা এবং ব্যক্তিগত হৃদ্যতা ছিল প্রণববাবুর রাজনৈতিক জীবনের অন্যতম সম্পদ। তাঁর প্রয়াণের পরে সব দলের নেতারাই শোকপ্রকাশ করেছেন।

আরও পড়ুন- ‘একলা চলো নয়’ প্রণব মুখোপাধ্যায় বিশ্বাসী ছিলেন ‘সবকা সাথে’!

গত ৯ অগাস্ট রাতে দিল্লির রাজাজি মার্গের বাড়িতে শৌচাগারে পড়ে গিয়েছিলেন প্রণববাবু। পর দিন সকাল থেকে তাঁর স্নায়ুঘটিত কিছু সমস্যা দেখা দেয়। এর পরেই চিকিৎসকদের পরামর্শে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।  এমআরআই স্ক্যানে দেখা যায়, তাঁর মাথার ভিতর রক্ত জমাট বেঁধে রয়েছে। জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। কিন্তু অস্ত্রোপচার করার আগে শারীরিক পরীক্ষা করতে গিয়ে জানা যায়, তাঁর শরীরে বাসা বেঁধেছে করোনা ভাইরাস৷  

মঙ্গলবার দিল্লির লোগী রোজের শ্মশানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুটে শেষ বিদায় জানানো হয় প্রাক্তন রাষ্ট্রপতিকে৷ কোভিড প্রোটোকল মেনে সম্পন্ন হয় শেষকৃত্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *