অমৃতসর: পঞ্জাবের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিগত কয়েক সপ্তাহ ধরে টালমাটাল অবস্থা চলছে কংগ্রেসে। মূলত মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং এবং নেতা নভজ্যোত সিংহ সিধুর বৈপরীত্যে কংগ্রেস শিবির কার্যত দু’ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। সেই প্রেক্ষিতে ইতিমধ্যেই ক্যাপ্টেনের পরামর্শদাতা প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠক সেরে ফেলেছেন রাহুল গান্ধী। এরপর থেকেই পঞ্জাবের রাজনৈতিক সমীকরণ নিয়ে আলোচনা শুরু হয়েছে। এবার দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে আবারো ক্ষোভ উগরে দিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী। হাইকমান্ড জোর করে রাজ্যের রাজনীতিতে নাক গলাচ্ছে, এই অভিযোগ তুলে ইতিমধ্যেই কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে চিঠি লিখেছেন ক্যাপ্টেন অমরিন্দর সিং।
চিঠিতে তিনি আদতে কি লিখেছেন তা এখনও স্পষ্ট না হলেও গোপন সূত্রে খবর, সোনিয়া গান্ধীকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন ক্যাপ্টেন। নভজ্যোত সিং সিধুকে পাঞ্জাবের কংগ্রেস সভাপতি পদে নিয়োগ নিয়ে ব্যাপক উষ্মা প্রকাশ করেছেন তিনি। একইসঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে পরবর্তী ক্ষেত্রে দল এবং সরকারকে এই ধরনের সিদ্ধান্তের মাশুল গুনতে হতে পারে! এদিকে গতকাল সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেন সিধু, সেই সাক্ষাৎ নিয়েও ব্যাপক জল্পনা শুরু হয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে। তার মধ্যেই কংগ্রেস সভানেত্রীকে কড়া চিঠি ধরিয়েছেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। প্রসঙ্গত, ২০১৭ সালে বিজেপি ছেড়ে কংগ্রেসে যাত্রাপথ শুরু করেন সিধু। কিন্তু শুরু থেকেই ক্যাপ্টেন অমরিন্দর সিং-এর সঙ্গে তার অম্ল মধুর সম্পর্ক বজায় ছিল। ২০১৯-এ ক্যাপ্টেনের মন্ত্রিসভা ছাড়েন সিধু। অনেক মন্ত্রী, এমএলএ, এমপি-রা ক্যাপ্টেনের প্রশাসনকে পরিচালনা করার পদ্ধতিকে পছন্দ করছিলেন না। তারা সিধুর দিকে ঝুঁকে পড়েন।
আরও পড়ুন- ভোট পরবর্তী হিংসা: নিহত BJP কর্মীর DNA পরীক্ষার নির্দেশ দিল হাইকোর্ট
পরিস্থিতি এমন দিকে মোড় নিচ্ছে যে মনে করা হচ্ছে, রাজ্য পার্টির ক্ষমতা সিধুর হাতেই আসতে চলেছে। শোনা যাচ্ছে, কংগ্রেস হাই-কমান্ডেরও সিধুর প্রতি সমর্থন রয়েছে। এর আগে এআইসিসি তিন সদস্যের কমিটি করে ক্যাপ্টেনের বিরুদ্ধে সমস্ত অভিযোগ দিল্লিতে বসে খতিয়ে দেখছে। সেই প্যানেলের সামনে বসে নিজের বক্তব্য বলেছেন ক্যাপ্টেন। কিন্তু, গান্ধী পরিবারের কেউ তার সঙ্গে দেখা করেননি।