নয়াদিল্লি: কংগ্রেসে আর থাকবেন না! স্পষ্টভাবে জানিয়ে দিলেন পঞ্জাবের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তিনি দিল্লি গিয়ে দেখা করেছিলেন। তারপরেই এই চরম সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন তিনি। তাহলে কি তাঁর বিজেপিতে নাম লেখানো শুধু সময়ের অপেক্ষা? না। কারণ, আপাতত ক্যাপ্টেন নিজেই জানিয়েছেন যে, বিজেপিতেও তিনি যাচ্ছেন না। তাই তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, নিজের টুইটার অ্যাকাউন্ট থেকেও ‘কংগ্রেস’ শব্দটি মুছে ফেলেছেন তিনি।
আরও পড়ুন- বন্ধুকে সকালের আদরে ভরিয়ে দিলেন সায়নী, শেয়ার করলেন ভিডিয়ো
পঞ্জাবের বর্তমান পরিস্থিতির মধ্যেই দলবদলের জল্পনা নিজেই উসকে ছিলেন ক্যাপ্টেন। সকলেই মনে করছিল যে তিনি এবার বিজেপিতেই যাবেন। কিন্তু এক সাক্ষাতকারে তিনি জানিয়েছেন, বিজেপিতে যোগ দিচ্ছেন না তিনি ঠিকই তবে আগামিদিনে কংগ্রেসের সঙ্গেও আর থাকতে চান না। মূলত মুখ্যমন্ত্রী পদ হারানোর পরেই তিনি দলের প্রতি ক্ষোভ বাড়াতে শুরু করেন। তাঁকে অপমান করা হয়েছে এবং পদ থেকে সরানো হয়েছে বলেও সরব হয়েছিলেন ক্যাপ্টেন। অন্যদিকে, নভজ্যাত সিধুকে নিয়ে যে তাঁর সমস্যা ছিল তা সকলেরই জানা। যদিও তাঁকে মুখ্যমন্ত্রী করেনি কংগ্রেস। এদিকে তিনি গতকাল নিজের দলীয় পদ থেকে ইস্তফা দিয়েছেন। সব মিলিয়ে পঞ্জাবের রাজনৈতিক পরিস্থিতি ব্যাপক টালমাটাল। এর মধ্যেই নয়া জল্পনা বাড়ালেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। বিজেপিতে যাবেন না, কংগ্রেসেও থাকবেন না, তাহলে তিনি করবেন কী? প্রশ্ন সব মহলে।
আরও পড়ুন- ইস্যু পিস্তল! ‘দিলীপ কাণ্ডে’ স্বতঃপ্রণোদিত মামলা দায়ের পুলিশের
জানা গিয়েছে, কৃষি বিল আইন নিয়ে বিগত কয়েক মাস ধরে দেশজুড়ে যে আন্দোলন সৃষ্টি হয়েছে তা থামাতে মাস্টার স্ট্রোক দেওয়ার পরিকল্পনা নিতে পারে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়তো ক্যাপ্টেনকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় শামিল করতে পারেন এবং কৃষিমন্ত্রী করতে পারেন! যদি এমনটা হয় তাহলে কৃষি বিল নিয়ে যে আন্দোলন সৃষ্টি হয়েছে তার রদ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে বলে অনেকেই মনে করছেন।