নয়াদিল্লি; করোনা ভাইরাসের দাপট যত দিন যাচ্ছে, তত যেন আরও বেশি বাড়ছে। কিছুদিন আগে পর্যন্তও দেশের দৈনিক আক্রান্ত ছিল ১০ হাজারের নীচে, কিন্তু এখন তা ২ লক্ষের দোড়গোড়ায়। রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সিনেমা, খেলাধূলা, সব ক্ষেত্রের মানুষ ভাইরাস আক্রান্ত হচ্ছেন। এবার করোনা আক্রান্ত হলেও পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পঞ্জাব লোক কংগ্রেসের সুপ্রিমো ক্যাপ্টেন অমরিন্দর সিং। অন্যদিকে, জানা গিয়েছে বিজেপির ৪২ জন কর্মী ভাইরাস আক্রান্ত হয়েছে।
এদিন নিজের করোনা আক্রান্ত হওয়ার কথা নিজেই টুইট করে জানিয়েছেন অমরিন্দর সিং। তিনি লেখেন, ”মৃদু উপসর্গ নিয়ে আমি করোনা আক্রান্ত হয়েছি। এখন আইসোলেশনে আছি। যারা আমার সংস্পর্শে এসেছিলেন তাদের সকলকে অনুরোধ করছি নিজেদের পরীক্ষা করিয়ে দেওয়ার জন্য।” এর পাশাপাশি জানা গিয়েছে, দিল্লিতে বিজেপির সদর কার্যালয়ে করোনা আক্রান্ত হয়েছেন ৪২ জন দলীয় কর্মী। এই খবর সামনে আসতেই গোটা কার্যালয় স্যানিটাইজ করা হয়েছে। বিগত কয়েক দিন হু হু করে বেড়েছে আক্রান্তের সংখ্যা। এখনও সেই চিত্র বদলায়নি এবং আগামী কয়েক সপ্তাহে যে বদলাবে না, তাও পরিষ্কার।
প্রসঙ্গত, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৯৪ হাজার ৭২০ জন৷ একই সময় মৃত্যু হয়েছে ৪৪২ জনের। দেশের মোট আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ৩ কোটি ৬০ লক্ষ ৭০ হাজার ৫১০ এবং মোট মৃত্যু ৪ লক্ষ ৮৪ হাজার ৬৫৫। এদিকে, দেশের সংক্রমণের হার আপাতত রয়েছে ৫.১৯ শতাংশে। তবে গত ২৪ ঘণ্টায় তা হয়েছে ১১.০৫ শতাংশ। এদিকে, দেশের এখন ওমিক্রন আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৬৮ এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৮০৫ জন। মোট টিকার ডোজ হয়েছে ১৫৩ কোটি ৮০ লক্ষ ০৮ হাজার ২০০, গত ২৪ ঘণ্টায় হয়েছে ৮৫ লক্ষ ২৬ হাজার ২৪০ ডোজ।