কলকাতা: এনআরসির আতঙ্ক তপ্ত গোটা বাংলা৷ একের পর এক মৃত্যুর খবর আসছে৷ এনআরসির আতঙ্কে আত্মহত্যার প্রবণতা যখন বাড়ছে, ঠিক তখনই বঙ্গ সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ আগামী ১ অক্টোবর রাজ্যে এসে এনআরসি নিয়ে বৈঠক করতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ অমিত শাহের এই কর্মসূচিতে ইতিমধ্যেই অনুমতি দিয়েছে রাজ্য সরকার৷
বিজেপি সূত্রে খবর, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আগামী ১ অক্টোবর বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তিনি৷ বাংলায় এনআরসি নিয়ে এদিন তিনি বিস্তারিত আলোচনা করতে পারেন৷ দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠকে জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার প্রসঙ্গ তুলে বাংলায় এনআরসি চালুর বিষয়ে বার্তা দিতে পারেন তিনি৷ বৈঠক শেষে একই বেশ কয়েকটি পুজো মণ্ডপ উদ্বোধন করার কথা রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের৷ এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা৷
এর আগে লোকসভা নির্বাচনের সময় অমিত শাহের একাধিক সভার অনুমতি দেওয়াকে কেন্দ্র করে তপ্ত হয়ে ওঠে বাংলার রাজনীতি৷ লোকসভা নির্বাচনে অমিত শাহের হেলিকপ্টার নামতে পর্যন্ত দেওয়া হয়নি বলেও অভিযোগ বিজেপির৷ কিন্তু এনআরসি নিয়ে যখন বাংলার রাজনীতিতে বিদ্রোহ জারি রেখেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তখনই অমিত শাহের এনআরসি সংক্রান্ত বৈঠকে রাজ্য সরকারের অনুমতি তৈরি হয়েছে বিতর্ক৷ কিছুদিন আগেই দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদি ও অমিত শাহের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই বৈঠকের পর এবার এনআরসি নিয়ে অমিত শাহের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক অনুমতি দেওয়া ঘিরে রাজনৈতিক মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন৷
Union Home Minister Amit Shah to speak on National Register of Citizens (NRC) and Citizenship Amendment Bill at Kolkata’s Netaji Indoor Stadium on October 1. (file pic) #WestBengal pic.twitter.com/RpygdCwMmA
— ANI (@ANI) September 24, 2019
অনেকেই বলছেন, লোকসভা নির্বাচনের সময় অমিত শাহের সভার অনুমতি না দিয়ে ঠিক যেভাবে বিজেপি বিরোধী আক্রমণাত্মক মনোভাব দেখেছিলেন তৃণমূল নেত্রী, হঠাৎ এখন কেন অমিত শাহের এনআরসি ইস্যুতে বৈঠক অনুমতি দিচ্ছে রাজ্য সরকার? তাহলে কি সিবিআই আতঙ্ক রুখতে হঠাৎ অবস্থান বদল? কেননা রাজীব কুমারের সন্ধানে ইতিমধ্যেই হন্যে হয়ে ঘুরছে সিবিআই৷ অনেকেই প্রশ্ন তুলছেন, সিবিআইয়ের হাত থেকে বাঁচতেই কি বিজেপিকে ঘাটাতে চাইছে না তৃণমূল? আর সেই কারণে কি অমিত শাহের এনআরসি বৈঠকের অনুমতি?
যদিও সোমবার তৃণমূল শ্রমিক সংগঠনের বৈঠক থেকে এনআরসি নিয়ে কেন্দ্রকে একহাত নেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ সাফ জানিয়ে দেন, বাংলায় এনআরসি তিনি করতে দেবেন না৷ এনআরসি কোনও দিনও বাংলায় হবে না বলেও তিনি জানিয়ে দেন৷ কিন্তু তৃণমূল সুপ্রিমোর এই মন্তব্যের পর আগামী ১ অক্টোবর বিজেপি সভাপতির এনআরসি নিয়ে বৈঠকে রাজ্য সরকারের অনুমতি কেন? তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷ বিরোধীদের অনেকেই বলছে, আসলে এনআরসি নিয়ে বিরোধিতা করে বিজেপিকে এই রাজ্যে সুবিধা করে করে দেওয়া হচ্ছে৷ সিবিআই রুখতে বিজেপির সঙ্গে সেটিং পর্ব শুরু করেছে তৃণমূল, এমনই অভিযোগ বাম-কংগ্রেস শিবিরের৷