ভুবনেশ্বর: সিএএ ইস্যুতে গোটা দেশ ক্ষুব্ধ। দেশের কোনা কোনা থেকে বিক্ষোভের আগুনের খবর পাওয়া যাচ্ছে। এই ইস্যুতে দিল্লিতে সংঘর্ষ শুরু হয়ে যায়। যার জেরে ৪২ জনের প্রাণ গিয়েছে। বহু ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে সিএএ নিয়ে ফের মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।
ভুবনেশ্বরে এক জনসভা থেকে বলেন, আবারও বলছি, সিএএ -তে কারও নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না। এটা শুধু নাগরিকত্ব দেওয়ার আইন। এই আইনে কোনও মুসলিমের নাগরিকত্ব যাবে না। বিরোধীরা ভুল বুঝিয়ে দেশের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে।
শুক্রবার ইস্টার্ন জোনাল কাউন্সিলের ২৪ তম বৈঠক উপলক্ষ্যে ভুবনেশ্বরে এসেছিলেন বাংলা, বিহারের দুই মুখ্যমন্ত্রী। ছিলেন কেন্দ্রীয় স্বরাস্ট্রমন্ত্রী অমিত শাহ। অতিথি দের জন্য দুপুরের খাওয়ার আয়োজন করা হয়েছিলো নবীন পট্টনায়েকের বাসভবন “নবীন নিবাস” এ।
জাতীয় নিরাপত্তা ও সীমান্ত নিয়ে বাংলা, বিহার, ওড়িশা ও সিকিমের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক হয় প্রতিবছর। এই বৈঠকে উপস্থিত থাকেন দেশের স্বরাষ্ট্র মন্ত্রী। আগের বছর নবান্নে এই অনুষ্ঠান হয়েছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেই সময়ের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্পী রাজনাথ সিং।