নয়াদিল্লি: বিরুল ভোটে লোকসভা নির্বাচনে জয় পেয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ৷ জনতার ভোটে লোকসভায় পা রাখবেন তিনি৷ আর সেই কারণে রাজ্যসভা থেকে সংসদ পদ খোয়াচ্ছেন অমিত শাহ৷ শুধু অমিত শাহ নন, তালিকায় রয়েছেন আরও তিন বিজেপির শীর্ষ নেতা-নেত্রী৷
লোকসভায় নির্বাচিত হওয়াক কারণে রাজ্যসভার সদস্যপদ হারাতে চলেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি৷ পদ খোয়াচ্ছেন রবিশঙ্কর প্রসাদ ও ডিএমকের নেত্রী কানিমোঝির৷ রাজ্যসভার সচিবালয় থেকে এ কথা জানানো হয়েছে৷ জানা গিয়েছে, পাটনা সাহিব থেকে রবিশঙ্কর লোকসভায় এবার নির্বাচিত হয়েছেন৷ ফলে, রাজ্যসভা থেকে বিহারের একটি আসন ফাঁকা হবে৷
সূত্রের খবর, ফাঁকা হওয়া আসনে রামবিলাস পাসোয়ানকে রাজ্যসভায় আনা হতে পারে৷ রামবিলাস এখন সাংসদ নন৷ একইভাবে গুজরাতে অমিত শাহ ও স্মৃতি ইরানির পরিবর্তে দুই নেতাকে সংসদে আনা হবে৷ যাঁরা কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হবেন৷
গুজরাতের গান্ধীনগর থেকে অমিত শাহ ও উত্তরপ্রদেশের আমেথি থেকে লোকসভায় নির্বাচিত হয়েছেন স্মৃতি ইরানি৷ তামিলনাড়ুর থুতুকুড়ি কেন্দ্র থেকে এবার নির্বাচিত হয়েছেন কানিমোঝি৷